বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম:
প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধান উপদেষ্টার নির্দেশ মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নিয়েছে সরকার দগ্ধ অবস্থায় আরও চার শিক্ষার্থীর মৃত্যু, নিহত বেড়ে ২৭ ‘বিমান দুর্ঘটনায় নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু’ পরিচয় শনাক্ত না হলে ডিএনএ পরীক্ষার পর মৃতদেহ হস্তান্তর: প্রেস উইং বিমান বিধ্বস্ত : মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা ক্ষয়ক্ষতি এড়াতে সর্বাত্মক চেষ্টা করেন বৈমানিক তৌকির: আইএসপিআর উত্তরায় বিমান বিধ্বস্তে নি*হ*ত বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১ ঢাবিতে ছাত্রদল ও শিবিরের পাশাপাশি মিছিল-স্লোগান

ইরানে পুনরায় ফ্লাইট চালুর ঘোষণা দিল টার্কিশ এয়ারলাইন্স

আন্তর্জাতিক ডেস্ক | বর্তমানকণ্ঠ ডটকম: / ৭৬ পাঠক
প্রকাশকাল সোমবার, ৩০ জুন, ২০২৫

ইরান-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো তেহরানে পুনরায় ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে টার্কিশ এয়ারলাইন্স। সোমবার (৩০ জুন) থেকে পুনরায় ইরানে ফ্লাইট চালু হবে। নিরাপত্তাজনিত কারণে চলতি মাসের শুরুতে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়।

টার্কিশ এয়ারলাইন্সের সিইও বিলাল একসি এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, ‘আমরা সোমবার থেকে আমাদের মাশহাদ ফ্লাইট পুনরায় চালু করছি।’ খবর বার্তা সংস্থা মেহের-এর।

প্রতিবেদন অনুযায়ী, ইরানে ইসরাইলি বিমান হামলার পর গত ১৩ জুন তুরস্ক সব রুট বন্ধ করার পর এটি জাতীয় বিমান সংস্থার ইরানে প্রথম নির্ধারিত ফ্লাইট হতে যাচ্ছে। ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর, তাৎক্ষণিক নিরাপত্তা ঝুঁকি কমিয়ে পর্যায়ক্রমে বিমান চলাচলের সুযোগ করে দেওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হলো।

ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির পর ইরান তার আকাশসীমার বেশিরভাগ অংশ আন্তর্জাতিক আকাশপথের জন্য পুনরায় খুলে দিয়েছে। যদিও দেশের প্রধান অংশে দেশীয় এবং বিদেশী যাত্রীবাহী বিমান চলাচল স্থগিত রয়েছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

দেশটির সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আখভানের এক বিবৃতি অনুসারে, ইরানের আকাশসীমার পূর্ব, মধ্য এবং পশ্চিম অংশ এখন আন্তর্জাতিক আকাশপথের জন্য উন্মুক্ত।

গত ১৩ জুন ইসরাইল ইরানের বিরুদ্ধে হামলা শুরু করে এবং ১২ দিন ধরে তেহরানের সামরিক, পারমাণবিক এবং আবাসিক এলাকায় আক্রমণ চালায়। ইসরাইলের সমর্থনে গত ২২ জুন যুক্তরাষ্ট্রও ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা- নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহানে বোমা হামলা চালায়।

এদিকে ইসরাইলি হামলার পরপরই ইরানের সামরিক বাহিনী পাল্টা জবাবে শক্তিশালী হামলা চালায়। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স অপারেশন ট্রু প্রমিজ থ্রি-এর অংশ হিসেবে ইহুদিবাদী সরকারের (ইসরাইল) বিরুদ্ধে ২২টি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র অভিজান চালিয়েছে। যার ফলে ইসরাইলি শহরগুলোতে ব্যপক ক্ষয়ক্ষতি হয়।

এরপর ২৪ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুদেশের মধ্যে ১২ দিন ধরে চলা যুদ্ধের অবসান ঘটে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর