রবিবার, ০৫ মে ২০২৪, ০৯:৪০ পূর্বাহ্ন

আফগানিস্থানে হাফেজদের হত্যার প্রতিবাদে মানববন্ধন

বর্তমানকণ্ঠ ডটকম / ৩৮ পাঠক
রবিবার, ০৫ মে ২০২৪, ০৯:৪০ পূর্বাহ্ন

নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম, রবিবার, ১৫ এপ্রিল ২০১৮: আফগানিস্থানের হাফেজ শিশু-কিশোরদের হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদ ঢাকা মহানগর। রবিবার (১৫ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে তারাই এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীন আফগানিস্তানে শতাধিক শিশুকিশোর নিষ্পাপ হাফেজে কোরআনকে বিশ্ব সন্ত্রাসী আমেরিকা যেভাবে শহীদ করল সে একই ঘটনা নবীযুগে তৎকালীন সন্ত্রাসীদের দ্বারা ৭০ জন হাফেজ কারী সাহাবীদের শাহাদতের পুনরাবৃত্তি।

বক্তারা আরো বলেন, যা নবী করীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম সহ্য করতে পারেননি আজ মুসলিম জাতি ও সহ্য করতে পারে না। এই নির্মম হত্যার প্রতিবাদে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে এমনকি ওআইসি জাতিসংঘসহ মানবাধিকার সংস্থাগুলোর শক্ত ভূমিকা গ্রহণের জন্য সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অনতিবিলম্বে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে নিন্দা জানাতে হবে প্রয়োজনে বিশ্ব সন্ত্রাসীদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহীম বিপ্লবী, সহ-সভাপতি মাওলানা শাহিন হোসাইন, মশিউর রহমান, মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা আশিকুর রহমান প্রমুখসহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *