সোমবার, ০৬ মে ২০২৪, ০১:০৫ পূর্বাহ্ন

উন্নয়নের জোয়ারেই খুলনায় নৌকার জয়: প্রধানমন্ত্রী

বর্তমানকণ্ঠ ডটকম / ৩৬ পাঠক
সোমবার, ০৬ মে ২০২৪, ০১:০৫ পূর্বাহ্ন

নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম, রবিবার, ২০ মে ২০১৮:
বর্তমান সরকারের হাত ধরে সারা দেশে অব্যাহত উন্নয়নের জোয়ারেই খুলনায় জনগণ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (২০ মে) বিকেলে খুলনার নবনির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেক গণভবনে প্রধানমন্ত্রীনার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার খুলনাসহ সারা দেশে যে উন্নয়ন করেছে, তা উপলব্ধি করেই খুলনা মহানগরীর মানুষ নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করেছে।’

আওয়ামী লীগের দলীয় মেয়র না থাকলেও সিটি করপোরেশনগুলোতে সরকার সার্বিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে বরাদ্দ ও উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রেখেছে বলেও জানান সরকারপ্রধান।

মাদক নির্মূল প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে, মাদকের বিরুদ্ধে অভিযান কিন্তু শুরু হয়ে গেছে। আমরা যেমন জঙ্গিবাদকে দমন করেছি। আমরা অঙ্গীকার করেছি, এই মাদক থেকে দেশকে উদ্ধার করব।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সমস্ত আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং র‌্যাবকে আমরা বিশেষ দায়িত্ব দিয়েছি। যেখানেই মাদক, সেখানেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সেই কঠোর ব্যবস্থা নিচ্ছি।’

শেখ হাসিনা আরও বলেন, ‘আমাদের ছেলেমেয়ে লেখাপড়া শিখবে, সুন্দর জীবন পাবে, সুন্দরভাবে বাঁচবে। তারা কেন বিপথে গিয়ে নিজের জীবন ও পরিবারকে ধ্বংস করবে?’

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মেয়র তালুকদার আব্দুল খালেক ও দলীয় নেতারা।

আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালন করবেন বর্তমান মেয়র বিএনপি নেতা মনিরুজ্জামান মনির। ফলে তার মেয়াদ আরও প্রায় চার মাস আছে। আর তাই নির্বাচনে জিতলেও মেয়রের দায়িত্ব গ্রহণে আরও চার মাস অপেক্ষায় থাকতে হবে আওয়ামী লীগ নেতা তালুকদার আব্দুল খালেককে। অর্থাৎ আগামী ২৬ সেপ্টেম্বর সিটি করপোরেশনের নবনির্বাচিত সদস্যরা দায়িত্ব বুঝে নেবেন। যদিও তার আগেই শপথ নেবেন মেয়র আব্দুল খালেক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *