বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:৫৮ পূর্বাহ্ন

উপজেলা চেয়ারম্যানের হাতে প্রকৌশলী লাঞ্চিতের ঘটনায় মামলা

বর্তমানকণ্ঠ ডটকম / ৫৯ পাঠক
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:৫৮ পূর্বাহ্ন

এ কে আজাদ, ব্যুরো প্রধান, বর্তমানকন্ঠ ডটকম : চাঁদপুর শিক্ষা প্রকৌশলী বিভাগের উপ-সহকারী প্রকৌশলী নূূরে আলমের উপর হামলার ঘটনায় কচুয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে প্রকৌশলী নূরে আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। কচুয়া থানার অফিসার ইনচার্জ ওয়ালী উল্লাহ মামলার তথ্যটি নিশ্চিত করেন। মামলায় আসামী করা হয়েছে তিনজনকে। এদের মধ্যে উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, তার সাথে থাকা ইমাম হোসেন ও জহির হোসেন সহ আরো ১৫/২০ জনকে অজ্ঞাতনামা করে আসামী করা হয়েছে।

উল্লেখ্য, চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে কচুয়া উপজেলা পরিষদ সংলগ্ন ৬ কোটি টাকা ব্যয়ে ‘কচুয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়’ এর একটি ৬তলা ভবনের নির্মাণ কাজ চলছে। ওই ভবনের ইতোমধ্যে এক তলার ছাদ ঢালাই কাজ শেষ হয়েছে। নতুন করে কাজ করার জন্য ঠিকাদার নতুন করে আবার নির্মাণ সামগ্রী এনেছেন। ওই নির্মাণ সামগ্রীর মান যাচাই করার জন্য নির্মাণাধীন ভবনে গিয়েছেন উপ-সহকারী প্রকৌশলী নুরে আলম। যাওয়ার সময় তিনি সাথে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপায়ন দাস শুভকে নিয়ে যান। প্রকৌশলী ও ইউএনও নির্মাণ সামগ্রী যাচাই করছিলেন। হঠাৎ করে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির তার লোকজন নিয়ে প্রকৌশলী নূূরে আলমের উপর অতর্কিত হামলা চালায়। এই হমলার ঘটনায় প্রকৌশলী নূূরে আলম নিজে বাদী হয়ে এই মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *