শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৬:৫২ পূর্বাহ্ন

কোন জেলায় কী ফলগাছ লাগাবেন

বর্তমানকণ্ঠ ডটকম / ৩৭ পাঠক
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৬:৫২ পূর্বাহ্ন

নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮: বাংলাদেশে অঞ্চলভেদে মাটি ও আবহাওয়ার ভিন্নতা রয়েছে। পারিপার্শ্বিক উপযোগিতা বুঝে কৃষি কাজ করলে লাভবান হবে কৃষক, উপকৃত হবে দেশ।

কেবল গাছ লাগালেই যে ভালো ফল পাওয়া যাবে এ ধারণা ভুল। সব জায়গায় ভালো ফল হবে না। অঞ্চলভেদে এর তারতম্য রয়েছে।

একটি দেশের পরিবেশ, অর্থনীতি, শিল্প এবং সামাজিক বিষয়ের ওপর কৃষিকে গুরুত্ব দেয়া উচিত। বাংলাদেশের সব জেলায় সব ফল চাষ হয় না। বাণিজ্যিকভাবে ফল চাষকারী জেলাগুলো একটি তালিকা নিচে দেয়া হলো-

কলা

মুন্সীগঞ্জ, নরসিংদী, বগুড়া, রংপুর, জয়পুরহাট, গাইবান্ধা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, রাঙ্গামাটি, বান্দরবান ও ময়মনসিংহ।

পেঁপে

রাজশাহী, পাবনা, নাটোর, যশোর, খুলনা, ময়মনসিংহ, গাজীপুর, নরসিংদী, মুন্সীগঞ্জ, চট্টগ্রাম, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি।

আম

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, দিনাজপুর, কুষ্টিয়া, যশোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, পাবনা, গাজীপুর, রাঙ্গামাটি ও রংপুর।

লিচু

পাবনা, দিনাজপুর, রাজশাহী, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, নাটোর, কুষ্টিয়া, যশোর, ময়মনসিংহ ও পঞ্চগড়।

কাঁঠাল

চট্টগ্রাম, ঢাকা, টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, রাঙ্গামাটি, দিনাজপুর, নাটোর, পঞ্চগড়, হবিগঞ্জ, মৌলভীবাজার, নরসিংদী ও কুষ্টিয়া।

নারিকেল

পটুয়াখালী, খুলনা, বাগেরহাট, ভোলা, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফরিদপুর, মাদারীপুর, রংপুর ও নাটোর।

লেবু জাতীয় ফল

সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, পাবনা, নাটোর, রাঙ্গামাটি, রংপুর, পঞ্চগড় ও খাগড়াছড়ি।

কুল

পাবনা, রাজশাহী, রংপুর, গাজীপুর, কুমিল্লা, বরিশাল ও সিলেট।

আনারস

সিলেট, টাঙ্গাইল, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম ও নরসিংদী।

তরমুজ

চট্টগ্রাম, কক্সবাজার, ঠাকুরগাঁও, নাটোর, কুষ্টিয়া, যশোর, কুমিল্লা, পটুয়াখালী ও রাজবাড়ী।

আমড়া

বরিশাল, ঝালকাঠী, মাদারীপুর, পিরোজপুর ও যশোর।

পেয়ারা

বরিশাল, ঝালকাঠী, পিরোজপুর, যশোর, পাবনা, গাজীপুর, কুমিল্লা, রংপুর, নাটোর, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *