রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১১:৪৫ অপরাহ্ন

ক্ষমতা দেখতে চাইলে ভারত পরমাণু হামলা চালাক: পাকিস্তান

বর্তমানকণ্ঠ ডটকম / ৪০ পাঠক
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১১:৪৫ অপরাহ্ন

নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮: সাহস থাকলে পাকিস্তানে ভারতকে পরমাণু হামলা চালানোর আহ্বান জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ।
ভারতীয় সেনাপ্রধানের দেওয়া এক বক্তব্যের প্রতিক্রিয়ায় নিজের টুইটারে তিনি এ আহ্বান জানান।
শুক্রবার ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেছিলেন, ‘পাকিস্তানের পরমাণু ধাপ্পাবাজির জবাব দিতে প্রস্তুত রয়েছে ভারত। যদি সত্যিই পাকিস্তানের সঙ্গে আমাদের লড়াই করতে বলা হয় তাহলে আমরা তাদের পারমাণবিক অস্ত্রের ভয়ে বলবো না যে আমরা সীমান্ত অতিক্রম করতে পারবো না। এটা একটা পারমাণবিক ধাপ্পাবাজি।’
ভারতের সেনা প্রধানের এ বক্তব্যের পরই আসিফ ক্ষুব্ধ হয়ে টুইট করে বলেন, ‘ভারতের সেনাপ্রধানের এটা একটা দায়িত্বজ্ঞানহীন মন্তব্য। তাঁর পদমর্যাদার সঙ্গে খাপ খায় না। যদি ভারত আমাদের ক্ষমতা দেখতেই চায়, তো পাকিস্তানে হামলা চালাক। ভারতের সেনাপ্রধানের সংশয় দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।’

পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের পরেই পাকিস্তানের বিদেশ দপ্তরের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল টুইটারে লেখেন, ‘নিজেদের নিরাপদে রাখতে পাকিস্তান সক্ষম।’
অপরদিকে সশস্ত্র বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুরের টুইট, ‘আমরা পেশাদার সেনাবাহিনী, দায়িত্ববান পারমাণবিক রাষ্ট্র আর প্রাণোচ্ছল জাতি। ভারত নিশ্চয় মায়ার মধ্যে বাস করে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *