রবিবার, ০৫ মে ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন

কয়ড়া কালী বাড়িতে দ্বিতীয় বার্ষিক নৌ-বিহার

শাহজাহান হেলাল, ফরিদপুর । / ৩৮ পাঠক
রবিবার, ০৫ মে ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন

ফরিদপুরের বোয়ালমারীতে ঐতিহ্যবাহী কয়ড়া কালী বাড়ি মন্দিরে উদযাপিত হলো দ্বিতীয় বার্ষিক নৌ-বিহার ২০২১। ২১ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে মঙ্গল প্রদ্বীপ প্রজ্জ্বলনের মাধ্যমে নৌ-বিহার ২০২১ এর শুভ উদ্ভোধন করা হয়।

উদ্বোধনী প্রদ্বীপ প্রজ্জ্বলন করেন, মধুখালী উপজেলার জাহাপুর শ্রী শ্রী মহাপ্রভূ বিগ্রহ মন্দিরের অধ্যক্ষ শ্রী অপূর্ব মাধব দাস বাবাজী মহারাজ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কয়ড়া কালী বাড়ি উন্নয়নের রূপকার, মন্দির পরিচালনা কমিটির সভাপতি, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটর অন্যতম নেতা-সিনিয়র সহ সভাপতি সুবাস সাহা। আগত ভক্ত অনুরাগীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার কুন্ডু।

জয় বিশ্বাসের অনবদ্য সঞ্চালনায় বিপ্লব পাল এবং মিন্টু দাসের সহযোগিতায় অনুষ্ঠিত নৌ বিহার-২০২১ এর মূল পর্বে জ্ঞান গর্ভ ধর্মীয় আলোচনায় অংশ নেন হিন্দু মহাজোট
নেতা, বিশিষ্ট্য ধর্মানুরাগী সুবাস সাহা, অধ্যক্ষ শ্রী অপূর্ব মাধব দাস বাবাজী মহারাজ, ফরিদপুর জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, উপজেলা জাতীয় হিন্দু মহাজোট সভাপতি নিরাপদ কর্মকার, সাতৈর ইউপি চেয়ারম্যান মো: মুজিবুর রহমান, ইভা মাল্টিপারপাস কো- অপারেটিভ সোসাইটি লি: এর পরিচালক অরূপ চক্রবর্তী, জাহাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবাস চন্দ্র ঘোষ, প্রাক্তন ব্যাংক কর্মকর্তা তপন কুমার দাস, বিকাশ এগ্রোফুড লি: এর চেয়ারম্যান বিকাশ সাহা, কমলেশ্বরদী ইয়াকুব আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তপন দত্ত প্রমুখ।

এরআগে অধ্যক্ষ শ্রী অপূর্ব মাধব দাস বাবাজী মহারাজ এর নেতৃত্বে বিশাল এক নৌ বহর জাহাপুর শ্রী শ্রী মহাপ্রভূ বিগ্রহ মন্দির সংলগ্ন কুমার নদ থেকে শুরু হয়ে কয়ড়া কালী বাড়ি ঘাটে এসে পৌছালে সুবাস সাহা তাদের ফুল দিয়ে বরন করে নেন। হাজার দর্শক ভক্ত অনুরাগী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *