শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপিকে ধ্বংস করতে গিয়ে আ. লীগই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে : ড. আব্দুল মঈন খান নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপিতে ক্ষুব্ধ ভোটাররা চান দুর্নীতিমুক্ত প্রার্থী গাজার পথে মুক্তি পাওয়া ১৯৬৬ ফিলিস্তিনি তরুণ কৃষি-উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার যুক্তরাজ্যের মূল্যায়নে বাংলাদেশের দুই বিমানবন্দর শীর্ষে ‘মানবতাবিরোধী অপরাধ’: ১৫ সেনা কর্মকর্তা ‘হেফাজতে’ ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার বর্ণনা দিলেন শহিদুল আলম এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার টাকার মধ্যে হওয়া উচিত: জ্বালানি উপদেষ্টা জাতীয় পার্টির সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ

নির্দেশনা না মানায় বাফুফের নাম প্রত্যাখ্যান বিওএ’র

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ১২৬ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

বারবার তাগাদা দেওয়ার পরও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)-এর বার্ষিক সাধারণ সভার (এজিএম) জন্য নির্ধারিত সময়ের মধ্যে কাউন্সিলরের নাম পাঠায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শেষমেশ বাফুফে নাম পাঠালেও তা গ্রহণ করেনি বিওএ।

ফলে মঙ্গলবার (৩০ জুলাই) অনুষ্ঠিত বিওএ’র এজিএমে বাফুফের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। বিষয়টি নিশ্চিত করেছেন বিওএ’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ বি এম শেফাউল কবীর।

জানা যায়, চলতি মাসের শুরুতেই এজিএম উপলক্ষে বিওএ তাদের অধিভুক্ত সংস্থাগুলোর কাছে কাউন্সিলরের নাম চেয়ে চিঠি পাঠায়। নির্ধারিত সময় অনুযায়ী অধিকাংশ সংস্থা ১৫ জুলাইয়ের মধ্যে নাম পাঠিয়ে দেয়। এর ভিত্তিতে ২৭ জুলাই হালনাগাদ তালিকাও প্রকাশ করে বিওএ।

কিন্তু তাতেও তালিকাভুক্ত হতে ব্যর্থ হয় বাফুফে। পরে সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী এবং ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের সভাপতি আবদুস সালামের নাম পাঠায় তারা। তবে নাম মনোনয়নের ক্ষেত্রে বিওএ’র স্পষ্ট নির্দেশনা ছিল—বাফুফের নির্বাহী কমিটির আনুষ্ঠানিক সভার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে কার্যবিবরণীসহ কাউন্সিলরের নাম পাঠাতে হবে।

কিন্তু বাফুফে আনুষ্ঠানিক সভার পরিবর্তে নির্বাহী কমিটির সদস্যদের কাছে ই-মেইলের মাধ্যমে মতামত (‘হ্যাঁ’ বা ‘না’) চায়। সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রক্রিয়াতেই সময়ক্ষেপণ হয় এবং বিওএ তা গ্রহণযোগ্য মনে না করায় শেষপর্যন্ত বাফুফের কাউন্সিলরশিপ বাতিল হয়ে যায়।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর