শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:৩২ অপরাহ্ন

গ্যালারি কসমসে আর্টক্যাম্প ‘স্পেল্ডার্স অব বাংলাদেশ’

বর্তমানকণ্ঠ ডটকম / ২২ পাঠক
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:৩২ অপরাহ্ন

জাতির জনক বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের স্মরণে গ্যালারি কসমস দুই দিনব্যাপী বিশেষ ওয়াটাকালার আর্ট ক্যাম্প আয়োজন করেছে। শুক্রবার সকাল ১০ টায় রাজধানীর কসমস সেন্টারে ‌‘স্পেল্ডার্স অব বাংলাদেশ’ শিরোনামে আর্ট ক্যাম্পটি শুরু হয়।

এতে যোগ দেন আব্দুল্লাহ আল বশির, আজমল হোসেন, কামরুজ্জোহা, সাদেক আহমেদ, শাহনূর মামুন ও সৌভি আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন কসমস গ্রুপের প্রতিষ্ঠাতা এনায়েতউল্লাহ খান, ডিএমডি মাসুদ জামিল খান, গ্যালারি কসমসের আর্টিস্টিক ডিরেক্টর ও চিত্রশিল্পী সৌরভ চৌধুরী।

সৌরভ চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুকে স্মরণ করে আমাদের এই আর্টক্যাম্পের আয়োজন। দুই দিনব্যাপী এই আর্টক্যাম্পে প্রথমদিন অংশগ্রহণকারীরা তাদের ক্যানভাসের বিষয় বঙ্গবন্ধু। দ্বিতীয় দিন আমাদের দেশের ঐতিহ্যবাহী জায়গাগুলো আঁকবেন।’

তিনি বলেন বলেন, ‘এই আর্ট ক্যাম্পের ছবিগুলো নিয়ে একটি বইয়ে পরিকল্পনা রয়েছে। যেটি কসমস বুকস থেকে প্রকাশ হবে। যার শিরোনাম থাকবে আ টেল অব টু নেশন।’

আর্টক্যাম্পটি আয়োজন নিয়ে বেশ্ব উচ্ছ্বাস প্রকাশ করেন অংশগ্রহণকারী আব্দুল্লাহ আল বশির। তিনি বলেন, ‌‘আমাদের দেশে তরুণ চিত্রশিল্পীদের এগিয়ে নিয়ে কসমস গ্রুপ সবসময় বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকে। আর এবারের আর্টক্যাম্পটির বিষয় এবং অন্যান্য বিষয় যেভাবে সাজানো হয়েছে সেটি অবশ্যই প্রশংসনীয়। এই ধরনের উদ্যোগ তরুণ চিত্রশিল্পী পথটা আরো মশ্রিন করে দিবে বলে বিশ্বাস করি।’

অনুষ্ঠানে কামরুজ্জোহা বলেন, ‘কসমস গ্যালারি বেশ আপন একটি জায়গা। তাদের উদ্যোগ সবসময় নতুন কিছু নিয়ে আসে। এবার যেই বিষয়গুলোর আমরা আঁকছি এটিও নতুন কিছু হতে যাচ্ছে। আর এরসঙ্গে বই প্রকাশে বিষয়টি আর্টক্যাম্পের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। অনেক ধন্যবাদ এই উদ্যোগের সঙ্গে থাকা সবাইকে।’

দুই দিনব্যাপী এই আয়োজনে চিত্রশিল্পীরা তাদের ক্যানভাসে তুলে ধরবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবময় জীবন ও তার মহৎ কাজগুলো। পাশাপাশি তারা বাংলাদেশের বিভিন্ন সুন্দর জায়গাগুলোও উঠে আসবে তাদের রঙ-তুলির আচড়ে। যেখানে থাকবে সুন্দরবন, কক্সবাজার, জাতীয় সংসদ ভবন, শহীদ মিনার, বুড়িগঙ্গা নদী, পানাম নগরী, কান্তজীউ মন্দির ইত্যাদি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *