শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:১২ অপরাহ্ন

ঘূর্ণিঝড় বুলবুল: শাহ আমানত বিমানবন্দর বন্ধ ঘোষণা

বর্তমানকণ্ঠ ডটকম / ৩৬ পাঠক
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:১২ অপরাহ্ন

বাংলাদেশের দিকে ধেয়ে আসা শক্তিশালী ঘূর্ণিঝড় বুলবুল চট্টগ্রাম অতিক্রমের সময় সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে শনিবার (৯ নভেম্বর) বিকাল ৪টা থেকে রবিবার (১০ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত মোট ১৪ ঘণ্টা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠা নামাসহ সবধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) শাহ্‌ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সিভিল এভিয়েশন বিভাগের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার-ই-আলম ব্রেকিংনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘূর্ণিঝড় বুলবুল চট্টগ্রাম অতিক্রমের সময় সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে বিমানবন্দর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (অপারেশন) এয়ার কমোডর খালিদ হাসান বলেন, আমরা আবহাওয়া পর্যবেক্ষণ করছি, আবহাওয়া দেখে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে। যেহেতু চট্টগ্রাম বিমানবন্দর বন্ধ থাকবে সেজন্য সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত সিলেট বিমানবন্দর ২৪ ঘণ্টা খোলা থাকে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *