বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৯:০৬ অপরাহ্ন

চাঁদপুর জেলায় করোনা টেস্টে ১০জনের নমুনা সংগ্রহ

বর্তমানকণ্ঠ ডটকম / ৩৭ পাঠক
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৯:০৬ অপরাহ্ন

এ কে আজাদ, ব্যুরো প্রধান, বর্তমানকন্ঠ ডটকম, চাঁদপুর : করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চাঁদপুর জেলায় ১০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই নমুনা গুলো ঢাকায় আইইডিসিআরএ পাঠানো হয়েছে। চাঁদপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের কন্ট্রোলরুম হতে প্রাপ্ত তথ্য
মতে, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চাঁদপুর জেলায় ৫ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
সেই নমুনাগুলো ঢাকায় আইইডিসিআরএ পাঠানো হয়েছে। বর্তমানে বিদেশফেরত ৩২জন হোম কোয়ারেন্টাইনে আছেন।

গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন ১২জন। নতুন করে আরও কেউ বিদেশ থেকে দেশে ফিরেন নাই। এ নিয়ে এখন পর্যন্ত জেলায় মোট ২১৪৩জন প্রবাসী হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন। আর আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন ৩জন।

সিভিল সার্জন ডা: শাখাওয়াত উল্যাহ জানান, চাঁদপুরে করোনা সন্দেহে গেলো ২৪ ঘন্টায় ১০জনের নমুনা সংগ্রহ করে কুমিল্লা হয়ে ঢাকায় পাঠানো হয়েছে শুক্রবার সকালে। রিপোর্ট আসলে বলা যাবে তাদের করোনা ভাইরাস পজেটিভ কিনা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *