শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:৩২ পূর্বাহ্ন

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সম্পাদক বাবু সহ পূর্ণ প্যানেল জয়ী

এ কে আজাদ, চীফ রিপোর্টার / ৩৯ পাঠক
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:৩২ পূর্বাহ্ন

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ইতিহাসে এই প্রথম ভোটের মাধ্যমে কার্যকরী পরিষদের নির্বাচন উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
১৬ মে সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি প্যাভিলিয়ানে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
বিকেল ৫ টায় ফলাফল ঘোষনা করেন প্রিজাইডিং কর্মকর্তা ও চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ। এসময় রির্টানিং কর্মকর্তা রজত শুভ্র সরকার ও সহকারী প্রিজাইডিং অফিসার মোঃ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের মধ্যে সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবু ৪৭ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী শফিউল আজম রাজন পেয়েছেন ৯ ভোট।
সাধারণ সদস্য পদে পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল ৫৩ ভোট, মোহাম্মদ আলী জিন্নাহ ৫৪ ভোট, ওমর পাটোয়ারী ৫৫ ভোট, আবু পাটোয়ারী ৫৩ ভোট, তমাল কুমার ঘোষ ৫৪ ভোট, ফেরদৌস মোরশেদ জুয়েল ৫৫ ভোট, মনোয়ার চৌধুরী ৫৩ ভোট, মিজানুর রহমান খান ৫৩ ভোট, আ: মোতালেব শেখ ৫৩ ভোট, মো: আশরাফুল হক ৫৪ ভোট, শাহির হোসেন পাটোয়ারী ৫২ ভোট, সুভাষ চন্দ্র রায় ৫৩ ভোট, সেলিম আকবর ৫৩ ভোট ও হেলাল হোসাইন ৫২ ভোট পেয়ে কার্নযনির্বাহি সদস্য নির্বাচিত হয়েছেন । ১৪ টি পদে ১৫ জন প্রার্থীর মধ্যে মোশাররফ হোসেন পাটোয়ারী ৯ ভোট পাওয়ায় বাকি ১৪ জন সদস্য বিজয়ী হয়।
সহ-সভাপতি পদে আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, জাওয়াদুর রহিম (জে আর ওয়াদুদ টিপু), জাহিদুল ইসলাম রোমান ও নাছির উদ্দিন আহমেদ বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হয়েছেন। এছাড়া সহ সাধারণ সম্পাদক পদে তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, যুগ্ম-সম্পাদক পদে আবুল কাশেম আখন্দ ও সালাউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ পদে আবু নাছের বাচ্চু পাটওয়ারী, সংরক্ষিত মহিলা সদস্য পদে মাসুদা নূর খান ও শিপ্রা দাস, উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি পদে তপন চন্দ্র ও মোঃ নুরনবী নোমান বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হয়েছেন।
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী পরিষদের নির্বাচনে মোট ৫৭ জন ভোটার। ২৭ টি পদের বিপরীতে নির্বাচনে অংশ নিয়েছেন ২৯ জন প্রার্থী। এর মধ্যে সাধারণ সম্পাদক পদে ২ জন এবং ১৪ টি সাধারণ সদস্য পদের বিপরীতে ১৫ জন প্রার্থী নির্বাচন করছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী পরিষদের নির্বাচনে মোট ৫৭ জন ভোটারের মধ্যে একজন ভোটার দেশের বাহিরে অবস্থান করায় বাকি ৫৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সব শেষে নির্বাচন কমিশনার ভোটের ফলা ফল ঘোষনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *