সোমবার, ২০ মে ২০২৪, ০৮:৪০ অপরাহ্ন

চাঁদপুর : ফরিদগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ১ বৃদ্ধের মৃত্যু

বর্তমানকণ্ঠ ডটকম / ২৮ পাঠক
সোমবার, ২০ মে ২০২৪, ০৮:৪০ অপরাহ্ন

এ কে আজাদ, ব্যুরো প্রধান, বর্তমানকন্ঠ টডকম, চাঁদপুর : করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ৭০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃদ্ধার করোনার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।

২৭ এপ্রিল (সোমবার) দুপরের জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও পাতলা পায়খানা থাকায় করোনার সন্দেহভাজন রোগী হিসেবে তাকে বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়েছে।

ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. কামরুল হাছান জানান, বৃদ্ধা আবুল বাশার মারা যায়ার পর তাদেরকে অবগত করলে আমাদের মেডিক্যাল টিম গিয়ে আবুল বাশারের নমুনা সংগ্রহ করে আমরা আইডিসিআরে পাঠিয়েছি। নমুনার রিপোর্ট আশার পর জানা যাবে মৃত ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত ছিল কিনা ।

উল্লেখ্য, আবুল বাশার গত তিনদরে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও পাতলা পায়খানায় ভুগছিলেন এবং আজ ভোর রাতে তিনি মারা যান। আবুল বাশারের মৃত্যুর পর এলাকাবাসী আংকিত হয়ে পড়ে। নিহত ব্যাক্তির বাড়ী উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া মিজি বাড়ী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *