বুধবার, ০৮ মে ২০২৪, ০৪:০৬ পূর্বাহ্ন

ছাত্রদলের দুগ্রুপের সংঘর্ষ: বদরগঞ্জে পৌর সভাপতিসহ ৪জনকে সাময়িক বহিষ্কার

বর্তমানকণ্ঠ ডটকম / ৩১ পাঠক
বুধবার, ০৮ মে ২০২৪, ০৪:০৬ পূর্বাহ্ন

বদরগঞ্জ (রংপুর),বর্তমানকণ্ঠ ডটকম: বদরগঞ্জে ছাত্রদলের কর্মীসভায় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পৌর ছাত্রদল সভাপতি রাসেল আহমেদ বিপ্লবসহ চারজনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বাকি তিনজন হলেন- পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিমল রায়, ২নং যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ ও পৌর ছাত্রদলের সদস্য রোটাস।

সোমবার জাতীয়তাবাদী রংপুর জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিজবুল ও সাধারণ সম্পাদক শরিফ নেওয়াজ জোহার তাদের সাময়িকভাবে বহিষ্কার করেন।

রবিবার বিকেলে বদরগঞ্জ উপজেলা ও পৌর শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি গঠন উপলক্ষে পৌরসভার মদিয়া কমিউনিটি সেন্টারে কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিজবুল ও সাধারণ সম্পাক শরিফ নেওয়াজ জোহা। জেলা নেতাদের উপস্থিতিতে ওই কর্মীসভায় উপজেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান ও পৌর ছাত্রদলের সভাপতি রাসেল আহমদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রদলের উভয় গ্রুপের অন্তত ২০জন নেতাকর্মী আহত হন। ওই ঘটনায় পৌর ছাত্রদলের সভাপতি রাসেল আহমেদ বাদী হয়ে ওইদিন রাতে উপজেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান মনিরসহ ১৭জনকে আসামি করে মামলা করেন।

পুলিশ ওইদিন রাতেই উপজেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান মনিরকে গ্রেফতার করেন। মঙ্গলবার বিকেলে মোবাইল ফোনে জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিজবুল বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ছাত্রদলের বদরগঞ্জ পৌর সভাপতি রাসেল আহমেদ বিপ্লবসহ চারজনকে বহিষ্কার করেছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *