বুধবার, ০১ মে ২০২৪, ১০:০২ পূর্বাহ্ন

ঝিনাইদহে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত এক : থানায় মামলা

বর্তমানকণ্ঠ ডটকম / ৩৯ পাঠক
বুধবার, ০১ মে ২০২৪, ১০:০২ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার, বর্তমানকন্ঠ ডটকম, ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার তালতলা হরিপুর গ্রামে। এই গ্রামের মিজু বিশ্বাস ও তার চাচা রওশন আলী গত শুক্রবার সন্ধার দিকে মটরসাইকেল যোগে কলমনখালী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। তারা তালতলা হরিপুর গ্রামে পৌছানো মাত্রই আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসী জুয়েল ও তার সন্ত্রাসী দলবল ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। কোপের পর কোপে শরীর ক্ষত বিক্ষত হয়। ঝিনাইদহ সদর থানায় দায়েরকৃত মামলার বিবরণ থেকে এই তথ্য জানা গেছে।

মামলায় উল্লেখ করা হয়েছে জুয়েল ও তার দলবলের সদস্য সন্ত্রাসী ও দাঙ্গবাজ। তারাও ওই গ্রামের মকো বিশ্বাসের ইন্ধনে চলে। ঘটনার দিন সন্ধ্যায় লিয়াকত বিশ্বাসের ছেলে জুয়েল, ওলিয়ার রহমানের ছেলে চান মিয়া, ছবেদ বিশ্বাসের ছেলে মসলেম, মনিরুলের ছেলে মিজানুর, মকো বিশ্বাসের ছেলে মহব্বত আলী, ইসাহাকের ছেলে সাবজাল, মকছেদের ছেলে মনিরুল, বিশারতের ছেলে শামীম ও মকছেদ বিশ্বাসের ছেলে মকো বিশ্বাস মিজু বিশ্বাসকে হত্যার উদ্দেশ্যে রাস্তায় ওৎ পেতে ছিল। মিজু বিশ্বাস ও তার চাচা রওশন আলী কাছে আসা মাত্রই রাম দা, চাপাতি ও ডাসা নিয়ে তাদের উপর চড়াও হয়। মরধর করার পর মিজু বিশ্বাসের পকেটে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার দিন মিজু বিশ্বাসকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। মুমুর্ষ হওয়ায় তাকে পঙ্গু হাসপাতালে রেফার্ড করলেও দেশের এই পরিস্থিতিতে তাকে আল ফালাহ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আহত মিজুর পিতা মোদাচ্ছের আলী বিশ্বাস ঘটনার পর দিন ঝিনাইদহ সদর থানায় মামলা করেন। যার মামলা নং ২৫। কিন্তু এখনো পর্যন্ত কোন আসামীকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। তবে পুলিশ বলছে গ্রেফতারের চেষ্টা চলছে।

আসামীরা আত্মগোপনে। বাদীর অভিযোগ আসামীরা গ্রামেরই থাকছে। পুলিশ আসা দেখলে আসামীরা এ বাড়ি ও বাড়ি আশ্রয় নিচ্ছে। বিষয়টি নিয়ে মামলা তদন্ত কর্মকর্তা এসআই মোঃ বদিউর রহমান জানান, বাদী ও আসামীরা উভয় একই সামাজিক দলের সদস্য।

পুর্ব শত্রুতার জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে। পুলিশ আসামীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে। যে কোন সময় গ্রেফতার হতে পারে বলে এসআই মোঃ বদিউর রহমান আশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *