রবিবার, ০৫ মে ২০২৪, ০৬:৫০ পূর্বাহ্ন

ঝড়ে লণ্ডভণ্ড কোটি টাকার ব্যানার-ফেস্টুন

বর্তমানকণ্ঠ ডটকম / ৬২ পাঠক
রবিবার, ০৫ মে ২০২৪, ০৬:৫০ পূর্বাহ্ন

নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,শনিবার, ৩১ মার্চ ২০১৮: আগামীকাল ১লা এপ্রিল চাঁদপুরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে নেতাকর্মীদের ব্যানার ফ্যাস্টুনে ছেয়ে গেছিলো চাঁদপুর।

তবে শুক্রবার (৩০ মার্চ) সন্ধ্যার প্রায় আগ মুহূর্তে হঠ্যাৎ ঝড়ের আঘাতে নেতাদের কোটি টাকার ব্যানার ফ্যাস্টুন সব লণ্ডভণ্ড হয়ে যায়।

শহরের মিশন রোড এলাকার লেকের পাশে অনেক নেতাকে লোকজন নিয়ে ব্যানারগুলো পূর্ণ মেরামত করতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, প্রচণ্ড বাতাস হওয়ায় কিছু কিছু ব্যানার উড়ে এসে রাস্তায় পড়েছে। বাতাসের সাথে ধুলোবালি থাকায় রাস্তায় থাকা লোকজন নিরাপদ স্থানে চলে যাওয়ায় কেউ হতহত হয়নি।

এদিকে চাঁদপুর স্টেডিয়ামের জনস সভাস্থলের মাঠ ও মঞ্চের কিছুটা ক্ষয়-ক্ষতি হয়েছে। প্রচন্ড বাতাসে মঞ্চের চারপাশের পর্দা ছিড়ে গেছে। মঞ্চের আশপাশের বাশ হেলে পড়েছে।

আচমকা এমন ঝড়ে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নেতাকর্মীরা যে ভাবে সাজ-সাজ রবে শহরকে সাজিয়ে ছিলেন কিন্তু হঠাৎ ঘূর্ণিঝড়ে সব নষ্ট হয়ে গেছে। অপরদিকে এসব ক্ষতি ফুসিয়ে নিতে অনেক নেতাকর্মী সড়কে নেমে পড়েছেন ব্যানর-ফেস্টুন ঠিক করার লক্ষ্যে।

কয়েকজন নেতার সাথে কথা হলে তারা জানায়, ‘প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে যে ব্যানার আমরা সাটিয়েছি। ঝড়ের কারনে নষ্ট গুলো ফেলে দিব। আবার নতুনভাবে শিঘ্রই লাগাবো।’

তবে এসব ব্যানার ফেস্টুন লাগানো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছিলো নানা আলোচনা সমালোচনা। তবে প্রধানমন্ত্রী নিরাপত্তায় থাকা অগ্রগামী দলের নির্দেশে এরইমধ্যে শহরের ইলিশ চত্তর ও কালীবাড়ি শপথ চত্তর ঘিরে রাখা সব ধরনের ব্যনার ফেস্টুন সরিয়ে ফেলা হয়েছে।

এদিকে হঠাৎ ঘূর্ণিঝড়ে বিদ্যুত ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। শহরের একাংশ প্রায় দীর্ঘক্ষণ বিদ্যুৎহীন পড়ে থাকে। বিদ্যুত ব্যবস্থা পুরো শহরে আংশিক ভাবে স্বাভাবিক হলেও শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুত ছিলোনা দীর্ঘক্ষণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *