শনিবার, ১৮ মে ২০২৪, ০৩:১০ পূর্বাহ্ন

ঢাকায় আসছেন তুরস্কের প্রধানমন্ত্রী

বর্তমানকণ্ঠ ডটকম / ৩০ পাঠক
শনিবার, ১৮ মে ২০২৪, ০৩:১০ পূর্বাহ্ন

নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,বুধবার, বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর : ঢাকায় আসছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। আগামী ১৯ ডিসেম্বর দু’দিনের সফরে তিনি ঢাকায় আসবেন। এসময় তিনি মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলিমদের দেখতে যাবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সফরে বিনালি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। বৈঠকে দুই দেশের স্বার্থ-সংশ্নিষ্ট বিষয় ছাড়াও আন্তর্জাতিক ইস্যুতে, বিশেষ করে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হবে।

এর আগে রোহিঙ্গাদের অবস্থা দেখতে গত সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিলা এরদোয়ান ও পররাষ্ট্রমন্ত্রী মেগলুত কাভাসোগলু।

এছাড়াও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রীকে ফোন করে রোহিঙ্গাদের আশ্রয়ের ব্যাপারে বাংলাদেশকে সহায়তার অঙ্গীকার করেন। তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যে বিরাজমান পরিস্থিতি ও রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর দেশটির সেনাবাহিনীর চালানো নিপীড়ন ও অভিযানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *