শুক্রবার, ০৩ মে ২০২৪, ০১:০৮ অপরাহ্ন

ঢাকা-নারায়ণগঞ্জে সকালেই ৪ গাড়িতে অগ্নিসংযোগ

বর্তমানকণ্ঠ ডটকম / ৬৮ পাঠক
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০১:০৮ অপরাহ্ন

বিএনপি, জামায়াত ইসলামী ও তাদের শরিকদের তিন দিনের অবরোধের শেষ দিনে ঢাকা মহানগরী ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে চারটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরার আজমপুর এলাকায় সকাল ৭টা ৪ মিনিটে পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

এদিকে ভোর পৌনে ৫টার দিকে ঢাকা শিক্ষা বোর্ড এলাকায় একটি প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেয় একদল দুর্বৃত্ত।

ভোর ৪টা ৪১ মিনিটে মোহাম্মদপুর বেড়িবাঁধ ঢাকা উদ্যান আবাসন প্রকল্পের সামনে মৌমিতা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন রোডে সকাল ৬টা ৪০ মিনিটে একটি তুলাবোঝাই ট্রাকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

তিন দিনের অবরোধের দ্বিতীয় দিনে বুধবার ঢাকাসহ বিভিন্ন স্থানে সংঘর্ষ, ভাঙচুর ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

সড়ক, রেল ও নৌপথ অবরোধের দ্বিতীয় দিনে সারা দেশে বিএনপিসহ বিরোধী দলের শতাধিক নেতা-কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *