বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৮:৪২ পূর্বাহ্ন

তথ্যপ্রযুক্তির খাতে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর

বর্তমানকণ্ঠ ডটকম / ৪৭ পাঠক
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৮:৪২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | বর্তমানকণ্ঠ ডটকম:
তথ্যপ্রযুক্তির খাতে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে তথ্য প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক প্রতিষ্ঠান মেনটর ও বাংলাদেশি প্রতিষ্ঠান আলকাসেমি’র আয়োজনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে তথ্য প্রযুক্তি বিষয়ক এক সেমিনারে তিনি এ আহ্বান জানান।

হাছান মাহমুদ বলেন, ‘আইটি খাতে বাংলাদেশ আজ অনেক দূর এগিয়ে গেছে। আমি দেশি এবং বিদেশি বিনিয়োগকারীদের বলবো আপনারা বাংলাদেশে বিনিয়োগ করুন। আগের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশ এক নয়। আজকে কৃষকরা মাঠে বসে ইন্টারনেটের মাধ্যমে তাদের সমস্যার সমাধান করছে। এটি এই সরকারের বিরাট অর্জন।’

তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ আজ স্বপ্ন নয় বাস্তব। শহর থেকে গ্রাম পর্যন্ত প্রতিটি জায়গায় ইন্টারনেট পৌঁছে গেছে। একজন কৃষক যেমন ইন্টারনেটের মাধ্যমে তার সেবা পাচ্ছে। তেমনি ব্যাংক, বিমা, স্কুল কলেজে ভর্তি, চাকরির নিয়োগ সব ক্ষেত্রই দেশ ডিজিটাল হয়ে গেছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘গত কয়েক দিন আগে আমি বুয়েটের এক অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বলছিলেন এক সময় ঢাকা চট্টগ্রাম রাজশাহী অঞ্চল থেকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন আসতো। আর এখন সেই হাতিয়া-পঞ্চগড় থেকেও বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি হচ্ছে। এটা সম্ভব হচ্ছে একমাত্র ডিজিটাল বাংলাদেশ হওয়ার কারণে। গ্রামে বসে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ আজ তৈরি হয়ে গেছে। সেখানে বসে ফরম পূরণ করছে।’

সেমিনারে আরও উপস্থিত ছিলেন আলকাসেমির প্রেসিডেন্ট প্রকৌশলী এনায়েতুর রহমান, আলকাসেমির সিইও নওশি মতিন, মেনটর- এর শ্রী নিবাস প্রসাদ ও প্রফেসর সিলিয়া শাহনাজ প্রমুখ।

সেমিনারে আগত অতিথিরা মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন এর মাধ্যমে ইলেক্ট্রনিক ডিজাইন অটোমেশন, গ্লোবাল ট্রেন্ড ও ইন্টারনেট ব্যবহারের বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *