সোমবার, ০৬ মে ২০২৪, ০৮:৩৭ পূর্বাহ্ন

তাহেরীর বিরুদ্ধে করা মামলার আদেশ মঙ্গলবার

বর্তমানকণ্ঠ ডটকম / ৪৬ পাঠক
সোমবার, ০৬ মে ২০২৪, ০৮:৩৭ পূর্বাহ্ন

নিউজ ডেস্ক | বর্তমানকণ্ঠ ডটকম: ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধে আঘাতের অভিযোগে দায়ের করা বক্তা গিয়াস উদ্দিন আত-তাহেরীর বিরুদ্ধে মামলার আদেশ মঙ্গলবার দেয়া হবে।

সোমবার (২ সেপ্টেম্বর) মামলা গ্রহণ হবে কি না এ বিষয় আদেশের জন্য দিন ধার্য ছিল। বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল আসসামছ জগলুল হোসেন এ বিষয়ে মঙ্গলবার আদেশ দেবেন বলে জানান।

রোববার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল আসসামছ জগলুল হোসেনের আদালতে মামলাটি করেন ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী সদস্য মো. ইব্রাহিম খলিল। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আজ আদেশ দেবেন বলে জানান।

মামলার অভিযোগে বলা হয়, ইসলাম ধর্মের পথপ্রদর্শক হযরত মুহম্মদ (সা.) এর আদর্শ ও পবিত্র ধর্মগ্রন্থ ওয়াজ মাহফিলের মধ্যে নাচ-গান সমর্থন করে না। ইসলামের রীতিনীতি অনুযায়ী আসামির কর্মকাণ্ড মুনাফেকির শামিল। ওয়াজের মধ্যে গান গাওয়া ইসলাম সমর্থন করে না।

এক ব্যক্তির উক্তি দিয়ে তার বিড়ি খাওয়ার দোয়াটিও ইসলামের কোথাও নেই। তার এসব বক্তব্যে ইসলাম ধর্মকে ব্যঙ্গ ও অবমাননা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *