বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৫:৩৭ অপরাহ্ন

তেজগাঁওয়ে ট্রেনে আগুন: মা-ছেলের মরদেহ হস্তান্তর

বর্তমানকণ্ঠ ডটকম / ১৩৬ পাঠক
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৫:৩৭ অপরাহ্ন

রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে দুর্বৃত্তদের দেয়া আগুনে প্রাণ হারানো নাদিরা আক্তার পপি ও তার তিন বছরের ছেলে ইয়াসিনের মরদেহ ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গ থেকে মঙ্গলবার বিকেলে পপির স্বামী মিজানুর রহমানসহ তার স্বজনরা মরদেহ বুঝে নেন।

পপির স্বামী মিজানুর রহমান বলেন, ‘আমার স্ত্রী ও সন্তানকে গ্রামের বাড়ি বরুনা গ্রামের কবরস্থানে দাফন করা হবে, কিন্তু আমার শ্বশুরবাড়ির দাবি তার মেয়েকে পূর্বধলা আলমপুর গ্রামের কবরস্থানে দাফন করা হবে।’

রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

এ ঘটনায় মঙ্গলবার ভোরে পুড়ে মারা যান ৩৫ বছর বয়সী নাদিরা ও তার শিশু সন্তান ইয়াসিনসহ চারজন। পরে ফায়ার সার্ভিস তাদের মরদেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, ভোর ৫টা ৪ মিনিটে খবর পেয়ে ৫টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে শুরু করেন ফায়ার সার্ভিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *