শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:৩২ পূর্বাহ্ন

ত্রাণ নিয়ে চরাঞ্চলের ২শ’ পরিবারের পাশে কোস্টগার্ড

বর্তমানকণ্ঠ ডটকম / ২৩ পাঠক
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:৩২ পূর্বাহ্ন

এ কে আজাদ, ব্যুরো প্রধান, বর্তমানকন্ঠ ডটকম, চাঁদপুর : করোনা ভাইরাস প্রতিরোধকালীন সময়ে সরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি চাঁদপুর মেঘনা নদীর পশ্চিম পাড়ে রাজরাজেশ্বর ইউনিয়নে কর্মহীন, অসহায় ও দুঃস্থ ২শ’ পরিবারের পাশে দাঁড়িয়েছেন কোস্টগার্ড চাঁদপুর।
বুধবার (১ এপ্রিল) দুপুরে ৩টি স্পীডবোট যোগে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন থেকে কর্মকর্তাবৃন্দ গনমাধ্যম কর্মী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারী এবং ইউপি সদস্যদের উপস্থিতিতে ত্রান সামগ্রী বিতরণ করেন।

সামাজিক দূরত্ব বজায় রেখে গরবী, অসহায় ও জেলে সম্প্রদায়ের কর্মহীন লোকদের হাতে এসব ত্রান সামগ্রী তুলেদেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লে. এ এম লুৎফর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের এসসিপিও (কম) সৈয়দ দীন ইসলামসহ অন্যান্যরা।
বিতরণ করা ত্রান সামগ্রীর মধ্যে ছিলো চাল ৫ কেজি, ডাল ২ কেজি, ভোজ্য তেল ২ লিটার, আলু, পেঁয়াজ, সাবান, লবন ও চিনি।
চেয়ারম্যান হযরত আলী বেপারী জানান, কোস্টগার্ডের পক্ষ থেকে দেয়া এসব ত্রাণ সামগ্রী ইউনিয়নের জাহাজমারা এলাকার দেওয়ানকান্দি, মালকান্দি, খাশকান্দি গ্রামের লোকদের মাঝে বিতরণ করা হয়। সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেয়া এবং আমাদের ব্যাক্তিগত তহবিল থেকে খুব শীঘ্রই আরো ত্রান সামগ্রী বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *