সোমবার, ০৬ মে ২০২৪, ০৮:২২ পূর্বাহ্ন

দরিদ্র মানুষ হোটেলে খাবে – চাঁদপুর জেলা প্রশাসন টাকা দিবে

বর্তমানকণ্ঠ ডটকম / ৩১ পাঠক
সোমবার, ০৬ মে ২০২৪, ০৮:২২ পূর্বাহ্ন
দরিদ্র মানুষ হোটেলে খাবে - চাঁদপুর জেলা প্রশাসন টাকা দিবে

এ কে আজাদ, বর্তমানকন্ঠ ডটকম, চাঁদপুর : করোনা ভাইরাস প্রতিরোধকালীন সময়ে হত দরিদ্র ও খেটে খাওয়া শ্রমিকদের মধ্যে ৩শ’ জনের প্রতিদিনের দুপুরের খাবারের ব্যবস্থা করেছেন চাঁদপুরের জেলা প্রশাসন।
সোমবার (৩০ মার্চ) দুপুরে শহরের আল-আরাফ হোটেল, চাঁদপুর হোটেল ও নতুন বাজার ক্যাফে ঝীলে এই খাবারের আয়োজন করা হয়।
এর মধ্যে চাঁদপুর হোটেল ও আল-আরাফ হোটেলে টেবিলে বসেই ২শ’ দরিদ্র মানুষ দুপুরের খাবার গ্রহন করেন। বাকী ক্যাফে ঝীলে ১শ’ মানুষের হাতে খাবারের প্যাকেট তুলে দেয়া হয়।
উল্লেখিত ৩টি হোটেলের খাবার পরিবেশন পরিদর্শন ও প্যাকেট খাবার বিতরণ করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মানিক ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু।
এডিসি মাহমুদ জামান বলেন, জেলা প্রশাসনের ভিক্ষুক মুক্ত তহবিলের অর্থায়নে করোনা ভাইরাস প্রতিরোধকালীন সময়ে ক্ষতিগ্রস্থ লোক ও খেঁটে খাওয়া মানুষদেরকে প্রতিদিন একবার খাবারের ব্যবস্থা করা হয়েছে। খাবারের মধ্যে রয়েছে, রুটি/ভাত, তরকারি, ডাল ও
সব্জি। ভাইরাস প্রতিরোধকালীন সময়ে এভাবে খাবার বিতরণ অব্যাহত থাকবে।
এছাড়াও জেলা প্রশাসনের উদ্যোগে চাঁদপুর শহরের গরীবদের মাঝে চাল বিতরণ, জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সততা স্টোর, দু’টি ডিপার্টমেন্টাল স্টোরে ২০% ছাড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি, একটি ফার্মেসী ও একটি হসপিটালে একেবারে প্রয়োজনীয় ঔষধের ৫০% কম মূল্যে বিক্রি করা হচ্ছে। এসব ঔষধের ৫০% টাকা জেলা
প্রশাসন পরিশোধ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *