শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন

দা‌বি আদায় না হ‌লে আমরণ অনশন: সিএইচসিপি

বর্তমানকণ্ঠ ডটকম / ৩৮ পাঠক
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম,মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮: চাকরির জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন কয়েক হাজার কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি)। জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করছেন তারা। আজ অবস্থান কর্মসূচির ৪র্থ দিন। দাবি আদায় না হ‌লে ১ ফেব্রুয়ারি থে‌কে তারা আমরণ অনশ‌নে যা‌বেন বলে জানিয়েছেন।

কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশনের নেতারা ব‌লেন, আমরা আমা‌দের নিজ দা‌বির জন্য অবস্থান কর্মসু‌চি কর‌ছি সরকার য‌দি আমা‌দের এ দা‌বি মে‌নে না নেয় তাহ‌লে আমরা অনশ‌নে যে‌তে বাধ্য হ‌বো। আমা‌দের দা‌বি আদায় না হওয়া পর্যন্ত আমরা প্রেসক্লা‌বের সাম‌নে থে‌কে যা‌বো না।

বক্তারা আরও ব‌লেন, সারা দে‌শে বর্তমানে ১৩ হাজার ৪৪২টি ক্লিনিক চালু আছে। আমরা সপ্তাহে ছয় দিন প্রতিটি ক্লিনিকে দৈনিক ৩০ থেকে ৪০ জন মানুষ স্বাস্থ্যসেবা় দি‌য়ে থা‌কি। সেই হিসাবে দৈনিক পাঁচ লাখের বেশি গ্রামীণ মানুষ এসব ক্লিনিকে প্রাথমিক স্বাস্থ্যসেবা পেয়ে থেকে। আমা‌দের অবস্থা‌নের কর্মসূচির কার‌ণে এখন ৫ লা‌খের বেশি গ্রা‌মীণ মানুষ এ সেবা থে‌বে ব‌ঞ্চিত হ‌চ্ছে। তাই সরকা‌রের কা‌ছে আকুল আ‌বেদন এ সব গ্রা‌মীণ মানুষ‌দেরকে স্বাস্থ্যসেবা থে‌কে ব‌ঞ্চিত কর‌বেন না। আমা‌দের চাকরি জাতীয়করণ ক‌রে পুনরায় সেবা করার সু‌যোগ দিন।

গত ২৭ জানুয়ারি থে‌কে চাকরি জাতীয়কর‌ণের দা‌বি‌তে অবস্থান কর্মসু‌চি পালন কর‌ছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *