সোমবার, ০৬ মে ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ন

দূষণ ও পুকুর দখল রোধে সাভারে মানববন্ধন

বর্তমানকণ্ঠ ডটকম / ৩৯ পাঠক
সোমবার, ০৬ মে ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ন

সাভার, বর্তমানকণ্ঠ ডটকম, শুক্রবার, ০২ ফেব্রুয়ারী ২০১৮: পরিবেশ দূষণ ও পুকুর দখল রোধে ​সাভারে পৃথক স্থানে দু’টি মানববন্ধন পালন করেছে এলাকাবাসী।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরে আলমনগর সুগন্ধা হাউজিং এলাকায় স্থানীয়রা আবাসিক এলাকায় জালালাবাদ মেটাল ফ্যাক্টরি নামে একটি টিন তৈরির কারখানা নির্মাণের প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আবাসিক এলাকায় এবং পরিবেশের ওপর এ ধরনের কারখানা স্থাপনের বিরূপ প্রভাব তুলে ধরেন।

মানবন্ধনে সাভার, হেমায়েতপুর, বলিয়ারপুর, যাদুরচর, আলমনগরসহ আশেপাশের লোকজন অংশ নেন। এ সময় তারা পরিবেশ দূষণ রোধে এ ধরনের স্থাপনা বন্ধ করতে সরকারের সংশ্লিষ্ট দফতরের দৃষ্টি আকর্ষণ করেন।

এ দাবি আদায় না হলে পরিবর্তীতে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

এদিকে সাভার পৌর এলাকার পালপারাস্থ মন্দির সংশ্লিষ্ট ৪শ বছরের পুরোনো পুকুর দখলের অপচেষ্টা এবং পুকুরে ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ দূষণের প্রতিবাদে মানববন্ধন পালন করেছে সাভার ৫নং ওয়ার্ডের এলাকাবাসী।

মানববন্ধনে এলাকাবাসী জানান, পুরোনো এই পুকুর দখলের উদ্দেশ্যে কতিপয় অসাধু ব্যাক্তি ময়লা-আবর্জনা ফেলে ভরাটের চেষ্টা করছে। এর ফলে পুকুরটি ব্যবহারে অনুপোযোগী হয়ে পড়েছে। পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *