মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১১:৫১ অপরাহ্ন

নতুন জোট ‘যুক্তফ্রন্ট’ : নির্বাচনে যাওয়ার ঘোষণা দিল ইবরাহিম

বর্তমানকণ্ঠ ডটকম / ১০৪ পাঠক
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১১:৫১ অপরাহ্ন

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম নেতৃত্বে ‘যুক্তফ্রন্ট’ নামে নতুন একটি জোট গঠন হয়েছে। আগামী সংসদ নির্বাচনে নতুন জোট যুক্তফ্রন্ট নির্বাচনে যাওয়ার ঘোষণা দেন তিনি।

সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, দেশের প্রয়োজনে দ্বাদশ নির্বাচনে যুক্তফ্রন্ট জোটগতভাবে অংশ নেবে। বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), জাতীয় পার্টিও (মতিন) নির্বাচনে যাবে।

বুধবার (২২ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে মাধ্যমে এ জোটের আত্মপ্রকাশ হয়।

মেজর ইব্রাহিম বলেন, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে বিকল্প চিন্তা থেকেই তাদের এই সিদ্ধান্ত। টিকে থাকার একটি সীমা আছে। আর পেরে উঠতে পারছি না। ২৮ অক্টোবরের পর আমাদের হয় নিশ্চুপ থাকতে হতো; না হয় এই ধরনের বিকল্প ব্যবস্থা নিতে হতো৷ আমি মনে হয় রাজনৈতিক সংকটের উত্তরণ ঘটবে৷

জাফর আহমেদ বলেন, কল্যাণ পার্টির নেতৃত্ব এই জোট চলবে। আমরা দলীয় সিদ্ধান্তেই আমরা এই জোটে শামিল।

জুলফিকার বুলবুল বলেন, আজ থেকে জোটের যাত্রার শুরু হলো। আগামী দিনে জোটগতভাবে সামনে এগিয়ে যেতে চাই।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএমএল চেয়ারম্যান শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় পার্টি মহাসচিব জাফর আহমেদ, কল্যাণ পার্টির মহাসচিব আব্দুল আউয়াল মামুন, অতিরিক্ত মহাসচিব নুরুল আমিন পিন্টু, আবদুল্লাহ আল হাসান সাকিব প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *