মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৮:০০ পূর্বাহ্ন

নরসিংদীর ৫ টি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন জমা দিলেন ৪৪ প্রার্থী

বর্তমানকণ্ঠ ডটকম / ৪৩ পাঠক
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৮:০০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | বর্তমানকণ্ঠ ডটকম:
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর ৫ টি আসনে বিভিন্ন রাজনৈতিকদলসহ মোট ৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বুধবার (২৮ নভেম্বর) মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে প্রার্থীরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেন।

তারা হলেন, আওয়ামী লীগ থেকে ৫ জন। এরা হলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আশরাফ খান দিলীপ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি জহিরুল হক ভূঞা মোহন, বর্তমান সাংসদ ও আওয়ামী লীগের নির্বাহী সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য বর্তমান সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজু। বিএনপি থেকে ৯ জন। এদের মধ্যে রয়েছেন যুগ্ম মহাসচিব ও জেলার সভাপতি খায়রুল কবির খোকন, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জেলা বিএনপির সহসভাপতি মনজুর এলাহী, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান, মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক সরদার সাখাওয়াত হোসেন বকুল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, রায়পুরা উপজেলা বিএনপির সভাপতি একেএম নেছার উদ্দিন, আশরাফ উদ্দিন।
জাতীয় পার্টি থেকে মো. শফিকুল ইসলাম, আজম খান, রেজাউল করিম বাসেত, মোহাম্মদ নেওয়াজ আলী ভূঁইয়া, এমএ সাত্তার। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো. আশরাফ হোসেন ভূঞা, মো. আরিফুল ইসলাম, মো. ওয়ায়েজ হোসেন ভূঁইয়া, মো. মজিবুর রহমান, আব্দুল মোমেন। জাকের পার্টি থেকে মোহাম্মদ আরিফুল ইসলাম ভূঁইয়া।
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) থেকে মোবারক হোসেন আখন্দ, জাসদ (ইনু) থেকে জায়েদুল কবির বাংলাদেশ ন্যাশনালালিস্ট ফ্রন্ট (বিএনফ) থেকে সাদিকুল নাহার খান, মো. টিটু মিয়া, গণফ্রন্ট থেকে মো. জাকির হোসেন, গণফোরাম থেকে এ.কে.এম জগলূল হায়দার আফ্রিক, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) থেকে মো. আলতাফ হোসেন ইসলামী ঐক্যজোট থেকে মো. আব্দুল লতিফ বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) থেকে কাজী সাজ্জাত জহির, জেএসডি থেকে মো. নাজমুল হক সিকদার স্বতন্ত্র থেকে মো. সিরাজুল ইসলাম মোল্লা, আলতামাশ কবির মিশু, ফরিদা ইয়াছমিন, কাওসার আহম্মেদ ছালিম, মো. সালাহ উদ্দিন খান, মো. মিলন মিয়া, বিটু মিয়া, ডা. অহিদুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *