সোমবার, ০৬ মে ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ন

নাটোরে বাল্যবিবাহ প্রতিরোধ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

অমর ডি কস্তা, নাটোর । / ২১ পাঠক
সোমবার, ০৬ মে ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ন

নাটোরে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় শীর্ষক এক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ফরিদা ইয়াসমিন, সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক শাহাদৎ হোসেন ও অন্যান্যদের মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এনজিও কর্মকর্তা, সাংবাদিক, কাজী, ঘটক, ইমাম, পুরোহিত, বাল্যবিবাহের শিকার ও প্রতিরোধ্য নারী, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়া জেলা প্রশাসকের কক্ষ থেকে সরাসরি জুম অনলাইন সহ ফেসবুক লাইভে এই সংলাপে অংশগ্রহণ করেন বিভিন্ন পেশাজীবির মানুষ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অংশীদারিত্বে এবং ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে ব্রিটিশ কাউন্সিল কর্তৃক বাস্তবায়িত প্লাটফর্মস ফর ডায়ালগ (পিফরডি) প্রকল্পের অধীনে নাটোর ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম এ সংলাপের আয়োজন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *