শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:৫৮ পূর্বাহ্ন

নিজ জন্ম স্থান রামপুর থেকে নির্বাচনী প্রচারনা শুরু করলেন -ডা. দীপু মনি

এ কে আজাদ, চীপ রিপোর্টার / ১৬৬ পাঠক
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:৫৮ পূর্বাহ্ন

নিজ জন্মস্থান রামপুর ইউনিয়ন থেকে নির্বাচনী প্রচারনা শুরু করলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। গতকাল মঙ্গলবার দুপুরে প্রথমে রামপুরে পীর এ কামেল হযরত মাওলানা ওয়াজিউদ্দিন রহমত উল্লাহ কবর জিয়ারত করেন। এরপর রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম মুক্তিযোদ্ধা নাজমুল ইসলাম পাটওয়ারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন পাটওয়ারীর মরহুম মো. তোফাজ্জল হোসেন পাটওয়ারীসহ দক্ষিণ ছোট সুন্দরে যুদ্ধকালিন ছোট সুন্দর বাজারে গণহত্যা শহীদ আব্দুল ওয়াদুদ, আ: মান্নান, আ: হান্নান, হাকিম পাটওয়ারী, ইউনিয়ন আ’লীগের উপদেষ্টা, ফজলুল করিম বাসেদ সাহেবসহ বিভিন্ন মরহুম নেতৃবৃন্দের কবর জিয়ারত করেন।
এরপর আলগী পোলের গোড়ায় তালুকদার বাড়ি ছোট সুন্দর আমিন পাটওয়ারীর বাড়ি, বড় সুন্দর দর্জি বাড়ির সামনে উঠান বৈঠক করেন। সব শেষে এরপর কামরাঙ্গা স্কুল এন্ড কলেজ মাঠে পথ সভায় বক্তব্য রাখেন। দেবপুর পীর এ কামেল হযরত মাওলানা হাফেজ তোহা সাহেবের কবর জিয়ারত করেন।
বিভিন্ন উঠান বৈঠক ও পথ সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আমি আপনাদের সন্তান, আপনাদের বোন। আপনারা ২০০৮ সালে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছিলেন। আপনারা ভোট দিয়েছিলেন বলেই ৩৫ বছর পর চাঁদপুরে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছে। সেই নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে আমার প্রতিশ্রুতি রক্ষা করতে উন্নয়ন কাজগুলো সম্পন্ন করেছি।
গত ১৫টি বছর আমি চাঁদপুর ৩ নির্বাচনী এলাকায় যেভাবে নিরলসভাবে কাজ করার চেষ্টা করেছি। সেভাবে আগামী ৭ জানুয়ারি আপনাদের মেয়েকে, আপনাদের দীপু মনিকে নৌকায় ভোট দিয়ে সেবা করার সুযোগ করে দিবেন।
শেখ হাসনিার দৃঢ় নেতৃত্বের কথা তুলে ধরে ডা. দীপু মনি বলেন, নৌকা মার্কার প্রতীক বিজয়ী হওয়ার কারনে দেশ এতো উন্নত হয়েছে শেখ হাসিনার সঠিক নেতেৃত্বের কারনে। তাহলে যে সঠিকভাবে দেশ চালাতে পারে তাকেইতো বারবার দরকার তাই না? আমরা এখন যেমন ভাল আছি তেমনি আগামীতেও যেন ভাল থাকি। আমরা জ্বালাও পোড়াও এসবে বিশ্বাস করি না, আমরা অশ্বান্তি চাই না আমরা শান্তিতে থাকতে চাই। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য শেখ হাসিনার সরকার বারবার দরকার।
উন্নয়নের কাজের কথা উল্লেখ করে দীপু মনি বলেন, আমি নির্বাচিত হওয়ার পর চাঁদপুর বাসীর কষ্ট লাঘবে দীর্ঘ দিনের নদী ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধের ব্যবস্থা করেছি। চাঁদপুর হাইমচর এলাকায় শিক্ষার মানন্নোয়নে শত শত শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন হয়েছে। রাস্ত ঘাট ব্রিজ কালভার্ট হয়েছে, শতভাগ বিদ্যুৎয়ান হয়েছে। এখন প্রত্যেক ঘরে বিদ্যুৎ রয়েছে।
এসময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু, অ্যাডভোকেট মুজিবুর রহমান ভূঁইয়া, সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট রনজিত রায় চৌধুরী, সদস্য আইয়ুব আলী বেপারী, সদর উপজেলা আওয়ামী লীগের সভপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য জাফর ইকবাল মুন্না, জেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল আজিজ খান বাদল, সদস্য সচিব আব্দুল হান্নান সবুজ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা শহীদুুল ইসলাম সাধারণ সম্পাদক আল মামুন লিটু, সহ সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, ইউনিয়ন যুব লীগের সভাপতি আহসান হাবীব পাটওয়ারী, সাধারণ সম্পাদক মোহসিন খান, মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম, সাধারণ সম্পাদক জুলেখা বেগম, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মমিন উদ্দিন পাটওয়রী, যুগ্ম আহ্বায়ক ইসলামসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছা সেবক লীগ, মহিলা আ’লীগ, মহিলা যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *