শনিবার, ০৪ মে ২০২৪, ১১:৪৪ পূর্বাহ্ন

নিরাপদ পানি সংকটে বিলাইছড়ির পচামোন

বর্তমানকণ্ঠ ডটকম / ৩৩ পাঠক
শনিবার, ০৪ মে ২০২৪, ১১:৪৪ পূর্বাহ্ন

রাঙ্গামাটি সংবাদদাতা-বর্তমানকণ্ঠ ডটকম:
রিংওয়েল ব্যবস্থাপনা ও সংস্কারের অভাবে রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার কুতুবদিয়া এলাকার পচামোন পাড়ার বাসিন্দারা নিরাপদ পানি সংকটে রয়েছে। এলাকাবাসী জানিয়েছে, পানীয় জল সংকটের কারণে প্রতি বছরই অনেক পরিবার কাপ্তাই হ্রদের পানিও পান করে থাকেন। এতে করে তাদের মধ্যে পানিবাহিত রোগের প্রকোপ দেখা দিতে পারে।

পচামোন পাড়ার বাসিন্দা সুকৃতি চাকমা বলেন, আমাদের প্রতি বছরই পানীয় জলের সংকটে ভুগতে হয়। পানি সংগ্রহ করতে আমাদের কষ্ট পোহাতে হয়। আমাদের পাড়ায় বিশুদ্ধ পানি সংগ্রহ করার কোনো উৎস থাকায় এক কিলোমিটার পথ পাড়ি দিয়েও পানি সংগ্রহ করতে হয়।

বিলাইছড়ি ইউপি সদস্য জয়তন তঞ্চঙ্গ্যা ও ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান বলেন, ‘পুরো পাড়ার মানুষ পানি সংকটে আছে, বিষয়টি সঠিক। তারা দীর্ঘদিন ধরে অনেক কষ্টে পানীয় জল সংগ্রহ করছেন। চলতি অর্থ-বছরে এডিপি প্রকল্পে রিংওয়েল সংস্কারের কোনো বাজেট রাখা হয়নি।’

উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক বলেন, ‘চলতি অর্থ বছরে রিংওয়েল মেরামতে আমাদের কোনো বরাদ্দ নেই। বিষয়টি আমাদের নজরে আছে।’

বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভমঙ্গল চাকমা বলেন, ‘পাহাড়ি গ্রামে পানীয় জলের সংকট গুরুত্বপূর্ণ বিষয়। পরিত্যক্ত রিংওয়েলটি সংস্কারের বিষয়ে আমি তাদের সাথে কথা বলবো।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *