রবিবার, ০৫ মে ২০২৪, ০৯:২৫ পূর্বাহ্ন

‘নির্দিষ্ট’ দলের পক্ষে যুক্তরাষ্ট্রের সমর্থন নেই: পিটার হাস

বর্তমানকণ্ঠ ডটকম / ৭৬ পাঠক
রবিবার, ০৫ মে ২০২৪, ০৯:২৫ পূর্বাহ্ন
বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে নেতাদের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে কথা বলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচন নিয়ে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের পক্ষে যুক্তরাষ্ট্রের সমর্থন নেই বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেছেন, ‘কোনো বিশেষ রাজনৈতিক দলকে নয়, গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করি।’

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকের পরে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

পিটার হাস বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়। সেখানে কোনো সংঘাত হবে না। সরকার, মিডিয়া, সুশীল সমাজ, সব রাজনৈতিক দল সকলে তাদের ভূমিকা রাখতে পারবে।’

বিএনপির প্রতি যুক্তরাষ্ট্র বেশি সখ্যতা দেখাচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পিটার হাস বলেন, ‘যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না। কারও পক্ষে কাজ করছি না।’

বৈঠক প্রসঙ্গে হাস বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে বৈঠকটি বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠকের একটি অংশ। আমরা নিয়মিতভাবে বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয় পরিদর্শন করছি। আমি সব জায়গায় একই বার্তা দিয়েছি। সেটা হচ্ছে আমেরিকান নীতি যে আমরা সমর্থন করি- অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। সঙ্গে কোনো পক্ষ থেকে কোনো সংঘাত নয়।’

জাতীয় নির্বাচন বিষয়ে রাষ্ট্রদূত বলেন , ‘আমরা বিশ্বাস করি, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে সবারই একটি ভূমিকা রয়েছে। এখানে সরকারের একটি ভূমিকা রয়েছে, গণমাধ্যমের একটি ভূমিকা রয়েছে, বিচারবিভাগ ও রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা বাহিনী ও ভোটারদেরও ভূমিকা রয়েছে।’

এর আগে বেলা ১১টার দিকে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যান পিটার হাস। সেখানে আওয়ামী লীগের পক্ষে উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাতসহ অন্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *