মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৮:০৮ অপরাহ্ন

নির্বাচনী অপপ্রচার বন্ধে ইসিকে সহায়তা করবে ফেসবুক

বর্তমানকণ্ঠ ডটকম / ৪৮ পাঠক
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৮:০৮ অপরাহ্ন

নির্বাচনকেন্দ্রিক অপপ্রচার রোধে নির্বাচন কমিশনকে (ইসি) সহায়তা দিতে চেয়েছে ফেসবুক কর্তৃপক্ষ (মেটা ইনকরপোরেশন)। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নেগেটিভ (নেতিবাচক) কন্টেন্ট ছড়ানো বন্ধে ব্যবস্থা নিয়ে ইসিকে সহযোগিতা করবে সামাজিক যোগাযোগমাধ্যমটি।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ফেসবুকের পক্ষ থেকে তিন সদস্যের একটি প্রতিনিধিদল স্বপ্রণোদিত হয়ে কমিশনের কাছে সময় চান। এদিন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথের নেতৃত্বে ফেসবুকের প্রতিনিধিদের সঙ্গে পৌনে এক ঘণ্টার বৈঠক শেষে এসব তথ্য জানানো হয়।

বৈঠকের পর অশোক কুমার দেবনাথ বলেন, ‘আজ আমরা ফেসবুকের একটা টিমের সঙ্গে মিটিং করেছি। আমাদের যে টেকনিক্যাল লোক আছে, তাদের নিয়ে বসেছিলাম। কারণ এখানে কিছু টেকনিক্যাল ব্যাপার ছিল। মূলত ব্যাপারটা ছিল ফেসবুকে যেসব অপপ্রচার হয়, সেই অপপ্রচারগুলো কীভাবে রোধ করা যায়। বিশেষ করে ঘৃণাত্মক মন্তব্য, সাম্প্রদায়িকতা বা অন্য যেসব ভায়োলেশন হয়, সেগুলো তারা ডিলিট করবে, রিমুভ করে দিবে, ব্লক করবে। মূলত এই ছিল মিটিংয়ের বিষয়টা।’

আজকের আলোচনাকে প্রাথমিক আলোচনা উল্লেখ করে অশোক কুমার দেবনাথ বলেন, ‘পরবর্তী সময় নির্বাচন কমিশনের একজন ফোকাল পয়েন্ট নির্ধারণ করা হবে, তাদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য। তারা নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করবে। আমাদের কাছে যেটা নেগেটিভ প্রতীয়মান হবে, আমরা তাদের জানাব তারা সেটাকে রিমুভ করে দেবে।’

শুধু নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন কনটেন্ট বিষয়ে এমন পদক্ষেপ নেয়া হবে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘তফসিল ঘোষণার পর এই কার্যক্রম শুরু হবে।’

অশোক কুমার দেবনাথ বলেন, ‘কমিশন নয়, ফেসবুক কর্তৃপক্ষই আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তারাই কমিশনের কাছে সময় চেয়েছিল।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *