বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৩:০০ পূর্বাহ্ন

নেত্রকোণায় বর্ষবরণ

বর্তমানকণ্ঠ ডটকম / ৩৯ পাঠক
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৩:০০ পূর্বাহ্ন

শ্রী অরবিন্দ ধর | বর্তমানকন্ঠ ডটকম:
নেত্রকোণায় বর্ষবরণ অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে আজ ভোর ৬ টায়। নেত্রকোণার প্রাণকেন্দ্র মোক্তারপাড়াস্থ পুরাতন কালেক্টরেট ভবন চত্বরে বাংলা নব বর্ষ ১৪২৬ কে বরণ করতে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নেত্রকোণা জেলা প্রশাসক মঈনউল ইসলাম।

ইতোমধ্যে শিশু কিশোরদের দলীয় সঙ্গীত, রাখি বন্ধন ও ভেসজ খাবার পরিবেশিত হয়েছে। সে সময় উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পুলিশ সুপার জয়দেব চৌধুরীপ্রমুখ। এবার জেলা শহরে যে সমস্ত জায়গায় নববর্ষকে বরণ করতে ১-৩ দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেগুলো হল মধুমাছি কচিকাচা বিদ্যানিকেতন, আয়োজক: ঐতিহ্যবাহী মিতালী সংঘ, মোক্তারপাড়া মাঠ, আয়োজক: আটপাড়া সমিতি, পুরাতন কালেক্টরেট ভবন চত্বর, আয়োজক: জেলা প্রশাসন, চন্দ্রনাথ স্কুল, আয়োজক: পূর্বাচল সমিতি, নেত্রকোণা সরকারি সরকারি কলেজ মাঠ, আয়োজক: সরকারি কলেজ, উকিলপাড়া, নব নির্মিত পৌর শিশু পার্ক, আয়োজক: নজরুল ইসলাম খান, মেয়র, নেত্রকোণা পৌরসভা, এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় বাংলা নতুন বছরকে উদ্যাপন করতে নানা ধরনের অনুষ্ঠানের সূচনা হয়েছে। পাশাপাশি অনুষ্ঠানকে সুন্দর ও সফল করতে জেলার আইন শৃংখলায় নিয়োজিত সদস্যগণ বিশেষভাবে দায়িত্বপালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *