বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৭:৫০ অপরাহ্ন

নেত্রকোণা মহুয়া থিয়েটার পরিচালিত নাট্যোৎসব

বর্তমানকণ্ঠ ডটকম / ৩৬ পাঠক
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৭:৫০ অপরাহ্ন

শ্রী অরবিন্দ ধর | বর্তমানকণ্ঠ ডটকম:
নেত্রকোণা জেলা শহরে, নেত্রকোণা মহুয়া থিয়েটার পরিচালিত ১২ মার্চ থেকে ১৫ মার্চ ৩ দিনব্যাপী নাট্যোৎসব ও গুনীজন সম্মাননা অনুষ্ঠান জেলা পাবলিক হলে বৃহস্পতিবার রাতে সম্পন্ন হয়েছে।

” আত্ম মাঝে বিশ্ব কায়া, জাগাও তাকে ভালোবেসে ”
এ শ্লোগান টি সামনে রেখে আনন্দ ঘন পরিশরে দীর্ঘদিন পর এ নবম তম নাট্যোৎসব অনুষ্টিত হয়েছে
১ম দিন সকালে নাট্যদল ও সহযোগী সাংস্কৃতিক অনুরাগী লোকজন এক বর্নাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান – প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উদ্বোধক ছিলেন লেখক গবেষক অধ্যাপক যতীন সরকার , সন্মাননানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলাপ্রশাসক মঈনউল ইসলাম, ওঅন্যান্য গুনীজন,
সন্মাননা দেয়া হয় গবেষক মুক্তিযোদ্ধা গোলাম এরশাদুর রহমান কে। বাংগালী সংস্কৃতিকে বিশ্বে সাড়া জাগানোর লক্ষ্যে সকল বক্তাগন বক্তব্য রাখেন। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

২য় দিন থিয়েটার রেপার্টরি ঢাকার সাইফ সুমনের নির্দেশনায় “জবর আজব ভালোবাসা ” নাটকটি পরিবেশন করে -সাইফ সুমন, সংগীতা চৌধুরী নাভিদ খানঃ রামিজ রাজু।

বৃহস্পতিবার শেষদিন ভৈরব নাথ গঙ্গোপাধ্যায় রচিত “দেবী সুলতানা ” যাত্রাপালা পরিবেশন করে
নেত্রকোণা র “দি বিউটী অপেরা ” পরিচানায় ছিলেন মোঃ সাইদ।

অভিনয়ে ছিলেন – দেবী -দেবী সাগরিকা, দৈর্য্যটি মঙ্গল – বাবুল ঘোষ, সোজা উদ্দিন -সুমন দত্ত, মুর্শিদ কুলি – টাইগার রুবেল, হাজীমুল্লাহ সরুফ – রফিকুল ইসলাম, আলীবর্দ্দি খা – ফরিদ ভাই, শাদী খা -নজরুল ইসলামকারী, অনন্ত নারায়ন -একলাস উদ্দিন, উদয়নারায়ন – ডাঃ মানিক মিয়া, মেঘার -মানিক মিয়া, আবু তালাস -আলামিন, জিন্নাত -শিল্পী রেজা, জয়ন্তি -বিউটী আসগার, ও আব্বাসী -মিনু খাতুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *