রবিবার, ০৫ মে ২০২৪, ০৫:৪৩ পূর্বাহ্ন

নেত্রকোনায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপিত

বর্তমানকণ্ঠ ডটকম / ১৭ পাঠক
রবিবার, ০৫ মে ২০২৪, ০৫:৪৩ পূর্বাহ্ন

শ্রী অরবিন্দ ধর,বর্তমানকন্ঠ ডটকম,রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭: ‘‘সবার জন্য টেকসই ও সমৃদ্ধ সমাজ’’-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নেত্রকোনায় ২৬তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ১৯তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে আজ সকাল ১০টায় সার্কিট হাউজ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে জেলা প্রশাসকের চত্বরে গিয়ে শেষ হয়।পরে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের উদ্যেগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডঃ মোঃ মুশফিকুর রহমান। সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদফতরের উপপরিচালক জোয়ারদার মোহাম্মদ মহিউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব মোহাঃ খালিদ হোসেন, সহকারী পরিচালক জনাব মোঃ আলাল উদ্দিন, সমন্বয় পরিষদ সভাপতি আলী আমজাদ, শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।অপরদিকে জেলা প্রেসক্লাবে পল্লী দৃষ্টিহীনউন্নয়ন সংস্থা বিভিন্ন দাবী নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মো:হাবিবুর রহমান, প্রেসক্লাব সহসভাপতি হায়দার জাহান চৌধুরী,যুগান্তর প্রতিনিধি ম.কিবরিয়া চৌধুরী হেলিমসহ অন্যান্যরা। এসময় সমাজসেবা বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *