শুক্রবার, ০৩ মে ২০২৪, ০২:৫০ অপরাহ্ন

নেত্রকোনায় ২৩ বিএনপির নেতাকর্মী আটক

বর্তমানকণ্ঠ ডটকম / ৩৯ পাঠক
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০২:৫০ অপরাহ্ন

শ্রী অরবিন্দ ধর,বর্তমানকণ্ঠ ডটকম, মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারী ২০১৮: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়কে ঘিরে সারা দেশের ন্যায় নেত্রকোনায় ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। সোমবার রাতে পুলিশ জেলা সদর সহ বিভিন্ন উপজেলায় নেতাকর্মীদের বাসা বাড়ীতে বেপরোয়া অভিযান চালিয়ে ২৩ নেতাকর্মীকে আটক করেছে। গণ গ্রেফতার এড়াতে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা বাসা বাড়ী ছেড়ে আত্মগোপনে চলে যাচ্ছে। ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত আটককৃত উল্লেখযোগ্য নেতারা হলেন, কলমাকান্দা উপজেলা জামায়াতের আমীর আলহাজ আব্দুল কাদির, দূর্গাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, নেত্রকোনা জেলা ওলামা দলের সাংগঠনিক সম্পাদক মাওঃ মোঃ জসিম উদ্দিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি এস এম দেলোয়ার হোসেন, সহ-সভাপতি রায়হান ফারাস বাপ্পী, জেলা যুবদল নেতা আলম, সদর উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা জুবায়েদ হোসেন রনি, মদন পৌর বিএনপির দপ্তর সম্পাদক মোঃ আনোয়ার হোসেন আঙ্গুর, মদন উপজেলার নায়েকপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ লিটন মিয়া, আটপাড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ ইমরুল হোসেন, কেন্দুয়া উপজেলা বিএনপির সমাজ কল্যান সম্পাদক মোঃ জসিম উদ্দিন ভূইয়া, খালিয়াজুরী উপজেলা ছাত্রদল নেতা মোঃ মাজহারুল ইসলাম পলিন।
এ ব্যাপারে পুলিশ সুপার জয়দেব চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি ২৩ নেতাকর্মী আটকের কথা স্বীকার করে বলেন, আটককৃত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা রয়েছে। এছাড়াও নাশকতা ও জন জীবনে বিশৃংখলা সৃষ্টির পাঁয়তারার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে।
এদিকে জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান ও সাধারন সম্পাদক ড্যাব নেতা অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক এবং জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক অনীক মাহবুব চৌধুরী এক বিবৃতিতে বলেন, শেখ হাসিনার সরকার গণতন্ত্রের নামাবলি লাগিয়ে দেশে এক দলীয় বাকশালী স্বৈরশাসন কায়েম করেছে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ভয়ে ভীত এই সরকার বিএনপিকে ধ্বংস করতে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। কিন্তু গনতন্ত্র প্রিয় বাংলার মানুষ তা কখনো হতে দিবে না। নেতৃবৃন্দ গণ গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান।

এছাড়া: নাশকতা সৃষ্টির পায়তারা অভিযোগে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আশরাফ উদ্দিন খান ও সাধারন সম্পাদক অধ্যাপক ডাঃ আনোয়ারুল হকসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় মামলা হয়েছে। মডেল থানার এসআই জাকির হোসেন বাদী হয়ে মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *