শনিবার, ০৪ মে ২০২৪, ০৬:১১ পূর্বাহ্ন

পদ্মা সেতুর রেলপথে পরীক্ষামূলক ট্র্যাক কার চালু

নিউজ ডেস্ক | বর্তমানকণ্ঠ ডটকম- / ৪২ পাঠক
শনিবার, ০৪ মে ২০২৪, ০৬:১১ পূর্বাহ্ন

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-মাওয়া অংশে পরীক্ষামূলক ট্র্যাক কার চালু হয়েছে। শনিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ট্র্যাক কারটি গেন্ডারিয়া রেল স্টেশন থেকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের উদ্দেশে যাত্রা শুরু করে। দীর্ঘ পথপাড়ি দিয়ে বেলা সাড়ে ১১টার দিকে ট্র্যাক কারটি মাওয়া এসে পৌঁছায়।

চলতি পথে ট্র্যাক কারটিতে থাকা পর্যবেক্ষক দল ঢাকা-মাওয়া অংশে স্থাপিত রেল লাইনের বিভিন্ন পয়েন্টে ও স্টেশনে ত্রুটি-বিচ্যুতিগুলো পর্যবেক্ষণ করে। পরে মাওয়া থেকে দুপুর ১২টার দিকে ট্র্যাক কারটি ভাঙ্গার উদ্দেশে ছেড়ে যায়।

এ সময় ঢাকা থেকে রেলপথে মাওয়া স্টেশনে আসেন রেলওয়ে জিডি কামরুল হাসান, বিগ্রেডিয়ার জেনারেল জামিউল ও কর্নেল মো. ফারুক হোসেন।

উল্লেখ্য, সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে মাওয়া পর্যন্ত ট্রেন চলাচল উদ্বোধন করার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *