শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৫:১৮ অপরাহ্ন

পর্যটনশিল্পের বিকাশে ট্যুর ডি সিএইচটি মাউন্টেন বাইক প্রতিযোগিতা

বর্তমানকণ্ঠ ডটকম / ৪০ পাঠক
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৫:১৮ অপরাহ্ন

নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,সোমবার,১৮ ডিসেম্বর ২০১৭: পর্যটনশিল্পের বিকাশে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাবের যৌথ উদ্যেগে শুরু হওয়া ট্যুর ডি এইচটি মাউন্টেন বাইক প্রতিযোগিতা থানচিতে শেষ হচ্ছে।

আজ সোমবার সকাল সাড়ে ৮টায় বান্দরবান জেলা পরিষদের সামনে সংগঠনের পতাকা নামিয়ে ৩৪ জন প্রতিযোগি থানচির উদ্দ্যেশ্যে রওনা দেন।

এসময় প্রতিযোগিদের সফলতা কামনা করে বক্তব্য রাখেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যন ক্য শৈ হ্লা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) কামাল উদ্দিন তালুকদার, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অতিরিক্ত সচিব ড.মো নাসির উদ্দিন, জেলা প্রশাসক দিলীপ কুমার বনিক,পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, ট্যুর ডি সিএইচটি’র প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাবের সাধারণ সম্পাদক মশিউর খন্দকার।

গতকাল রোববার প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ৪২ জন প্রতিযোগী রাঙ্গামাটি থেকে বান্দরবানে এসে পৌঁছান। শারীরিক অসুস্থতা জনিত কারণে ৮ জন প্রতিযোগী বাদ পড়েন।

এদিকে বাংলাদেশ অ্যাভেঞ্চার ক্লাবের সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান খোন্দকার জানান, প্রতিযোগীরা ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আজ থানচি পৌছবে। গত শুক্রবার সকালে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই পর্যটন কেন্দ্রে তিন দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। রোববার বিকেলে বান্দরবান জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদের মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *