রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১২:৫০ অপরাহ্ন

প্রতিটি পরিবারকে দারিদ্র্য থেকে মুক্ত করবো: প্রধানমন্ত্রী

বর্তমানকণ্ঠ ডটকম / ৩৯ পাঠক
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১২:৫০ অপরাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মানুষের জীবনমান উন্নয়নে বহুমুখী পরিকল্পনা নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। প্রতিটি পরিবারকে দারিদ্র্য থেকে মুক্ত করতে কাজ করে যাচ্ছি।’

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

শেখ হাসিনা বলেন, ‘সরকারের প্রতিটি পদক্ষেপের লক্ষ্য টেকসই উন্নয়ন। বর্গাচাষিরা বিনা জামানতে ঋণ পেতো। আমরাই তাদের ঋণ দিতে শুরু করি। কৃষকদের কৃষি উপকরণ কার্ড দিয়েছি- যেন তারা সহজেই কৃষি সরঞ্জাম পায়।’

এদিন সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপস্থিতি হলে জনগণ কলতালির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

প্রদানমন্ত্রী বলেন, ‘এক সময় ক্ষুদ্রঋণ আমরা সমর্থন দিয়েছিলাম। ভেবেছিলাম দারিদ্র্য বিমোচন হবে। পরে দেখি উল্টো দারিদ্র্য লালন পালন হয়।’

তিনি বলেন, ‘আমরা গৃহহীনদের ঘর দেয়ার পদক্ষেপ নিয়েছিলাম। তারপর তাদের প্রশিক্ষণ দিয়েছি। গৃহহীনদের ঘর দেয়ার কর্মসূচি অব্যাহত রেখেছি। প্রতিটি পরিবারকে দারিদ্র্য থেকে মুক্ত করতে কাজ করে যাচ্ছি।’

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *