বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৯:৩৮ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর উপহারে বড়াইগ্রাম এখন ভূমিহীন ও গৃহহীন

অমর ডি কস্তা | নাটোর | বর্তমানকণ্ঠ ডটকম- / ৪১ পাঠক
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৯:৩৮ পূর্বাহ্ন

বড়াইগ্রামে ৬৪৫ ভূমিহীন ও গৃহহীন পরিবার জমিসহ ঘর পাওয়ার মধ্য দিয়ে উপজেলা ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করা হলো। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী বক্তব্যে বড়াইগ্রাম উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন উপজেলা হিসেবে ঘোষণা করেন। এর পূর্বে একই দিন সকালে উপজেলার অবশিষ্ট ১৮০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে চাবি প্রদান করে জমিসহ ঘর হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোছা. মারিয়াম খাতুনের সভাপতিত্বে জমিসহ ঘর হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠু, বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন, থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুল আযম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, সুবিধাভোগীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *