শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:৫৭ অপরাহ্ন

বনপাড়া পৌরসভাতে জীবাণু নাশককরণের উদ্বোধন করলেন মেয়র জাকির

বর্তমানকণ্ঠ ডটকম / ৩১ পাঠক
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:৫৭ অপরাহ্ন

অমর ডি কস্তা, বর্তমানকন্ঠ ডটকম, নাটোর : নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার উদ্যোগে পৌর এলাকার সকল সড়কে জীবাণু নাশক ছিটানোর উদ্বোধন করেছেন মেয়র কেএম জাকির হোসেন। বৃহস্পতিবার দুপুরে পৌরসভা মোড়ে পিকআপের ভিতর ড্রামভর্তি জীবাণু নাশক পানির ট্যাপ ছেড়ে তিনি এ কাজের উদ্বোধন করেন। করোনা ভাইরাস মোকাবেলায় বনপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের সহায়তায় এ জীবাণুনাশক কার্যক্রম প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তৃতায় মেয়র জাকির সকল পৌর নাগরিককে অপ্রয়োজনে বাড়ির বাইরে না আসার অনুরোধ করেন। পাশাপাশি সরকারী সকল ধরণের নির্দেশ মানার আহ্বান জানান। এছাড়া সাময়িক কর্মহীনদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন তিনি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর শরীফুন্নেছা শিরিন, আতাউর রহমান মৃধা, শহিদুল ইসলাম, নজরুল ইসলাম, সোনাভান বেগম, জাহাঙ্গীর আলম হেলাল, আওয়ামীলীগ নেতা কাজী আবদুল্লাহ, রেজাউল করিম মৃধা, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, সাধারণ সম্পাদক পিকেএম আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ, বড়াইগ্রাম প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, সাংবাদিক শাকিল আহম্মেদ প্রমূখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *