রবিবার, ১৯ মে ২০২৪, ০১:৩১ অপরাহ্ন

বরিশালে গণডাকাতির ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার

মোঃ মোছাদ্দেক হাওলাদার, বরিশাল । / ২৬ পাঠক
রবিবার, ১৯ মে ২০২৪, ০১:৩১ অপরাহ্ন

দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী ব্যবসায়ী বন্দর বরিশালের গৌরনদী উপজেলার টরকীতে গণডাকাতির সময় ব্যবহৃত পাইপগানসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। ৩১ অক্টোবর রোববার দুপুরের থানা কম্পাউন্ডে সংবাদ সম্মেলনে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার লিখিত বক্তব্য বলেন, সম্প্রতি টরকী বন্দরে গণডাকাতির ঘটনায় জেলা পুলিশ সুপারের নির্দেশনায় তদারকী কর্মকর্তা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ শাহজাহান হোসেনের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেনসহ ১০ জন অফিসার ফোর্সদের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ডাকাতির সাথে জড়িত রিমান্ডে থাকা আসামি বরিশালের মুলাদী উপজেলার পূর্বতরকা গ্রামের মোতালেব হাওলাদারের পুত্র সোহরাব হাওলাদারকে (৫০) উক্ত বিশেষ অভিযান পরিচালকারী দল জিজ্ঞাসাবাদ করেন। ব্যাপক জিজ্ঞাসাবাদ কালে রিমান্ডে থাকা আসামি সোহরাব হাওলাদারের দেয়া তথ্য এবং দেখানো মতে টরকী বন্দরের নৈশপ্রহরী ও নিরপেক্ষ স্বাক্ষীদের উপস্থিতে শনিবার রাতে টরকি বন্দর জামাল মিয়ার তৈলের মিলের পূর্বপাশে পাবলিক টয়লেটের দক্ষিণ পাশের জঙ্গল থেকে দেশীয় তৈরী একটি পাইপগান, ১টি চাইনিজ কুড়াল, ৪টি রাম দা উদ্ধার করেন।

সংবাদ সম্মেলনে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেনসহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন বাদি হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *