রবিবার, ০৫ মে ২০২৪, ০৮:৫০ পূর্বাহ্ন

বিএনপির মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ, আহত ৩

বর্তমানকণ্ঠ ডটকম / ৩৪ পাঠক
রবিবার, ০৫ মে ২০২৪, ০৮:৫০ পূর্বাহ্ন

ঝালকাঠি ,বর্তমানকণ্ঠ ডটকম,সোমবার,১২ ফেব্রুয়ারী ২০১৮ :  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঝালকাঠিতে বিএনপির মানববন্ধন কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ। এ ঘটনায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পিসহ তিনজন আহত হয়েছেন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শহরের ফায়ার সার্ভিস সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

লাঠিচার্জে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ মানববন্ধনের ব্যানার ছিনিয়ে নিয়ে যায়। এ সময় প্রতিবাদ করলে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া করে পুলিশ।

বিএনপি নেতারা অভিযোগ করেন, দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন চলাকালে পুলিশ পিকআপ নিয়ে সামনে এসে দাঁড়ায়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর বক্তব্য শুরু করলে পুলিশ এসে ব্যানার কেড়ে নেয়। এতে বাধা দিলে বিএনপি নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করে পুলিশ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর বলেন, আওয়ামী লীগ পুলিশ দিয়ে বিএনপির কর্মসূচিতে বাধা দিচ্ছে। নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

এ সময় বেগম খালেদা জিয়াকে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। মানববন্ধনে পুলিশের লাঠিচার্জের তীব্র নিন্দা জানান বিএনপি নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *