শনিবার, ০৪ মে ২০২৪, ০১:০৬ পূর্বাহ্ন

বিএনপি আদালতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে: কাদের

বর্তমানকণ্ঠ ডটকম / ৩৭ পাঠক
শনিবার, ০৪ মে ২০২৪, ০১:০৬ পূর্বাহ্ন

পাবনা ,বর্তমানকণ্ঠ ডটকম,বুধবার, ০৭ ফেব্রুয়ারী ২০১৮: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েই আদালতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বিএনপি আইন মানে না, আইনের শাসনও মানতে চায় না। বাংলার মানুষ কখনই বিএনপির আন্দোলনে সাড়া দেয়নি, ভবিষ্যতেও দিবে না।’

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা পুলিশ লাইন মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বিএনপির কয়েকজন প্যাথলজিক্যাল লায়ার আছেন, যাদের কাজ বসে বসে মিথ্যাচার করা। এসব কারণে বিএনপির ধানের শীষ এখন মানুষের কাছে পেটের বিষ হয়ে দাঁড়িয়েছে।’

জেলা আওয়ামী লীগ সভাপতি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর সভাপতিত্বে ও পাবনা-৫ আসনের এমপি গোলাম ফারুক প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পাবনা-২ আসনের সংসদ সদস্য আজিজুর রহমান আরজু, পাবনা-৩ আসনের সংসদ সদস্য মকবুল হোসেনসহ নেতৃবৃন্দ বক্তব্য দেন।

মন্ত্রী বলেন, ‘বিশ্বের অনেক দেশই বাংলাদেশের প্রবৃদ্ধি আর উন্নয়ন দেখে বিস্মিত। জিডিপিতে বাংলাদেশ চীনের প্রতিদ্বন্দ্বী। দেশের এসবই সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। দেশের মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, বাঙ্গালীকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ ও আওয়ামী লীগকে ভালবাসেন, সৎ রাজনীতি করেন এবং মানুষকে ভালবাসেন। মানুষের ভালবাসার চাইতে বড় কিছু নেই। চিহ্নিত মাদকাসাক্ত, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসীরা আওয়ামী লীগের সদস্য হতে পারবে না।’

আসন্ন সংসদ নির্বাচনকে উদ্দেশ্য করে বলেন, ‘দলের বিরুদ্ধে কেউ বিদ্রোহ করলে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *