সোমবার, ০৬ মে ২০২৪, ১১:৫১ অপরাহ্ন

বিকেল ৫টার পর বৈশাখ উদযাপনে নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানকণ্ঠ ডটকম / ৩৩ পাঠক
সোমবার, ০৬ মে ২০২৪, ১১:৫১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম,মঙ্গলবার,৩ এপ্রিল ২০১৮: সার্বিক নিরাপত্তার স্বার্থে এবছর পয়লা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেছেন, ‘বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় মুখে কোনও মুখোশ ব্যবহার করা যাবে না। ভূভুজেলাও নিষিদ্ধ থাকবে। শোভাযাত্রায় শুধুমাত্র হাতে প্ল্যাকার্ড হিসেবে রাখা যাবে।’

মঙ্গলবার (৩ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সভা শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘পয়লা বৈশাখে যে কোনও খোলা জায়গায় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সব অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে। শুধুমাত্র রবীন্দ্র সরোবরে অনুষ্ঠান চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

বৈশাখের বর্ষবরণের উদযাপন অনুষ্ঠানে ইভটিজিং, যেকোনও ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা প্রতিরোধে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোবাইল কোর্ট থাকবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মঙ্গল শোভাযাত্রা সংকুচিত করা হচ্ছে কি না এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘না, তা করা হয়নি। নিরাপত্তার জন্যই এসব ব্যবস্থা নেয়া হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *