শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপিকে ধ্বংস করতে গিয়ে আ. লীগই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে : ড. আব্দুল মঈন খান নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপিতে ক্ষুব্ধ ভোটাররা চান দুর্নীতিমুক্ত প্রার্থী গাজার পথে মুক্তি পাওয়া ১৯৬৬ ফিলিস্তিনি তরুণ কৃষি-উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার যুক্তরাজ্যের মূল্যায়নে বাংলাদেশের দুই বিমানবন্দর শীর্ষে ‘মানবতাবিরোধী অপরাধ’: ১৫ সেনা কর্মকর্তা ‘হেফাজতে’ ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার বর্ণনা দিলেন শহিদুল আলম এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার টাকার মধ্যে হওয়া উচিত: জ্বালানি উপদেষ্টা জাতীয় পার্টির সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ

দিলজিতের পাশে দাঁড়ালেন নাসিরুদ্দিন শাহ

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ২৬১ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

বহুল আলোচিত সিনেমা ‘সর্দারজি থ্রি’ নিয়ে ভারতে চলছে বেশ আলোচনা-সমালোচনা। যেখানে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে বলিউড অভিনেতা ও সংগীতশিল্পী দিলজিতের অভিনয়ের কারণে তৈরি হওয়া সমালোচনার মাঝে দিলজিতের পাশে দাঁড়ালেন বলিউডের প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ।

নাসিরুদ্দিন শাহ তার সোশ্যাল মিডিয়া পোস্টে দিলজিতের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে লিখেছেন, ‘আমি দিলজিতের পাশে আছি। সকলেই তাকে এখন তীব্র আক্রমণের সুযোগ খুঁজছেন।’

তার কথায়, ‘ছবির কাস্টিংয়ের জন্য তো আর তিনি দায়ী নন। এটা পুরোপুরি পরিচালকের সিদ্ধান্ত কিন্তু কেউই জানে না কে পরিচালক। যেহেতু পুরো বিশ্ব দিলজিতকে চেনেন তাই সকলের সামনে তার নামই আসছে।’ এর মাধ্যমে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, পরিচালক বা প্রযোজকদের সিদ্ধান্তকে অভিনেতার ব্যক্তিগত পছন্দ হিসেবে দেখানো ঠিক নয়।

ভারত ও পাকিস্তানের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার বিষয়েও নাসিরুদ্দিন শাহ তার নিজস্ব অবস্থান তুলে ধরেছেন। তিনি দৃঢ়তার সাথে লিখেছেন, ‘আমার কিছু আত্মীয় এবং ভালো বন্ধু সেখানে রয়েছেন। যখনই আমার ইচ্ছা হয় তাদের সঙ্গে দেখা করি এবং ভবিষ্যতেও করব। কেউ আমাকে আটকাতে পারবে না। আর যারা বলেন পাকিস্তানে চলে যান তাদের জন্য আমার উত্তর আপনারা কৈলাসে চলে যান দয়া করে।’

উল্লেখ্য, দিলজিতের ‘সর্দারজি থ্রি’ ছবিতে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির অভিনয় করায় ভারতে ছবিটি মুক্তি পায়নি। তবে এটি পাকিস্তান এবং আন্তর্জাতিক অঙ্গনে মুক্তি পেয়েছে এবং দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

বিতর্কের মুখেও দিলজিতের অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গেলেও বিতর্ক যেন তার পিছু ছাড়ছে না। এই পরিস্থিতিতে নাসিরুদ্দিন শাহের মতো একজন খ্যাতিমান অভিনেতার সমর্থন দিলজিতের জন্য নিঃসন্দেহে বড় স্বস্তি বয়ে আনবে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর