বুধবার, ০৮ মে ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন

বোচাগঞ্জে এসএসসি পরীক্ষা দিতে এসে মা হলেন শীলা আক্তার

বর্তমানকণ্ঠ ডটকম / ৩৬ পাঠক
বুধবার, ০৮ মে ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন

রেজানুল হক রেজু, বর্তমানকণ্ঠ ডটকম, বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারী ২০১৮: দিনাজপুরের বোচাগঞ্জে ১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার প্রথম দিনে পরীক্ষা দিতে এসে মা হলেন উপজেলার চেংগন গ্রামের নজিমউদ্দীনের কন্যা জেবি স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী শীলা আক্তার যার রোল নং- ৬৬৮১৫৮।
জেলার কাহারোল উপজেলার উচিৎপুর গ্রামের মোঃ মামুন এর সাথে এক বছর পূর্বে তার বিয়ে হয়। গর্ভবতী অবস্থায় গত ১ ফেব্রুয়ারী বোচাগঞ্জ কেদ্রে-বি- সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন মাঝামাঝি সময়ে প্রসব বেদনা উঠলে তাকে দ্রুত বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে স্বাভাবিক ভাবেই একটি পুত্র সন্তানের জন্ম দেয় শীলা আক্তার। বর্তমানে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিভাগের ৭ নম্বর বেডে মা ও ছেলে দুইজনই সুস্থ্য আছেন বলে চিকিৎসক ডাঃ নাজমুল ইসলাম জানান । এদিকে কেন্দ্র সচিব মোঃ আমিনুল ইসলাম জানান, পরীক্ষা শুরুর কিছুক্ষন পরই ঐ ছাত্রীর প্রসব বেদন কথা জানতে পেরে আমরা তাকে সুচিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে প্রেরন করি। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *