সোমবার, ০৬ মে ২০২৪, ০৫:২৩ পূর্বাহ্ন

ভোলাহাটে মাঠে মাঠে পোকা দমনে অবহিতকরণ সভা

ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ । / ২০ পাঠক
সোমবার, ০৬ মে ২০২৪, ০৫:২৩ পূর্বাহ্ন

রোপাআমন ধানের রোগবালাই ও পোকামাকর দমনে মাঠে মাঠে অবহিতকরণ সভা করেছে ভোলাহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ৫ অক্টোবর মঙ্গলবার সকাল ১০ টার সময় থেকে দিনব্যাপী ভবানীপুর,যাত্রীছাউনী, ফলিমারীমোড়, খালেআলমপুরমোড়ে কৃষকদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ঊপস্থিত থেকে বক্তব্য রাখেন, এসএপিপিও মোঃ নূরুজ্জমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মাসিরুল ইসলাম, মোঃ আবুল কাশেম. মোঃ মুকুল মিয়া, মোঃ সেলিম রেজা, মোঃ আজমুল আরেফিন, মোসাঃ জেসমিন খাতুন, মোঃ সারোয়ার এ আলম, মোঃ আব্দুল ওয়াহিদ।

এ সময় রোপাআমন ধানের রোগবালাই ও পোকামাড় দমনে কৃষকদের করনীয় বিষয়ে জানানো হয়। চলতি বছরে ৪ হাজার ৪৫০ হেক্টর জমিতে রোপাআমন ধান চাষ হচ্ছে ভোলাহাট উপজেলায় বলে জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *