রবিবার, ০৫ মে ২০২৪, ০৫:০৮ অপরাহ্ন

ভোলাহাটে সেনা সদস্যের প্রেমের বলি দু’সন্তানের মা

বর্তমানকণ্ঠ ডটকম / ৪৮ পাঠক
রবিবার, ০৫ মে ২০২৪, ০৫:০৮ অপরাহ্ন

গোলাম কবির, বর্তমানকন্ঠ ডটকম, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে সেনা সদস্যের প্রেমের বলি হয়ে ৮ এপ্রিল বুধবার সকাল ১০টায় বিষ পানে মারা যান দু’সন্তানের মা।

পরিবার ও মৃতের ঘনিষ্ট ব্যক্তির কাছ থেকে জানা যায়, বছর দেড়েক পূর্বে উপজেলার বজরাটেক রাধানগর গ্রামের মৃতঃ আব্দুল লতিফের ছেলে রুবেল আলী (২৩)এর চাকুরি হয় বাংলাদেশ সেনাবাহিনীতে। চাকুরীর পর পর সর্ম্পকে মামী দু’সন্তানের মা প্রতিবেশী বিউটির (৩০) এর সাথে প্রেমে জড়িয়ে পড়ে । প্রেম গভীর হলে ৬ মাস পূর্বে বিষয়টি জানাজানি হয়ে যায়।

পরে বিউটি শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ জিরো পয়েন্টে বাবার বাড়ীতে চলে যায়। এক পর্যায়ে স্বামী আজম, বিশাল সার কীটনাশক ট্রের্ডাসের মালিকসহ ঊভয় পক্ষের আলোচনা ক্রমে বিষয়টি সমাধান হলে নিয়মিত তাদের সংসার চলতে থাকে।

তারপরও সেনা সদস্য রুবেল মোবাইলে বিউটির সাথে যোগাযোগ করতে থাকে। বিউটিকে রুবেল বিয়ের প্রস্তব দিলে বিউটি তার ২ সন্তান নিয়ে স্বামী সংসার করবে বলে জানান। কিন্তু রুবেল মোবাইলে বিউটিকে বলেন, সে তাকে বিয়ে না করলে বিষ পান করে আত্মহত্যা করবে বলে জানালে বিউটির মধ্যে আতংকের সৃষ্টি হয়।

বিষয়টি তার এক ঘনিষ্টজনকে জানিয়ে তার স্বামীকে বলতে বলেন। তার পরামর্শে বিউটি মঙ্গলবার ৭ এপ্রিল দুপুর ২টার দিকে স্বামী আজমকে বিষয়টি জানান। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। পরে স্বামী আজম গোসলখানায় গোসলে গেলে সুযোগ বুঝে বাড়ীতে দোকানের গুদাম করে রাখা কীটনাশক পান করে বিউটি আত্মহত্যার চেষ্টা করেন।

পরে তাকে দ্রুত ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা বেগতিক দেখে রাজশাহী মেডিকেল কলেজে প্রেরণ করেন।

বিউটির স্বামীর এক আত্মীয় জানান, রাজশাহীতে ভর্তি করার পর যথাযথ চিকিৎসা না দিয়ে চিকিৎসক বাড়ী নিয়ে চলে যেতে বলেন। চিকিৎসকের কথা মত বিউটির বাবার বাড়ী সোনামসজিদ জিরো পয়েন্টে নিয়ে আসেন। তার বাবার বাড়ীতে সকাল ১০টার দিয়ে বিউটির মৃত্যু হয়। সেখান থেকে বিউটির মরদেহ স্বামী আজম নিজ বাড়ীতে নিয়ে আসেন।

এ ঘটনায় সেনা সদস্য রুবেলের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে করলে অপর একজন ব্যক্তি ফোন রিসিভ করে রুবেল নাই বলে জানান।

এদিকে বিউটির বাবা ওদুদের সাথে যোগাযোগ করা হলে তিনি শোকাহত থাকায় আইনগত ব্যবস্থা নিবেন কি না জানাতে পারেননি।

এসআই রাজু বিউটির সুরুৎহাল রিপোর্ট তৈরী করেন। ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ নাসির উদ্দিন মন্ডলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অপমৃত্যুর একটি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ মর্গে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *