শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:১০ অপরাহ্ন

ভোলাহাটে ২৫ যুবককে শাস্তি দিলো সেনাবাহিনী টহলে ফাঁকা রাস্তা

বর্তমানকণ্ঠ ডটকম / ৩৪ পাঠক
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:১০ অপরাহ্ন

গোলাম কবির, বর্তমানকন্ঠ ডটকম, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) : করোনা ভাইরাস প্রতিরোধে কঠোর প্রশাসন। রবিবার ভোলাহাটে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২৫ যুবকের শাস্তি। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেডিকেলমোড়ে অপ্রয়োজনে বেশ কিছু যুবক ও বিভিন্ন বয়সী ব্যক্তি ঘোরাফেরা করছিলো। এমন সময় টহলরত সেনা সদস্য আটক করেন বেশ কিছু ব্যক্তিকে। তাদের কাছে ঘোরাফেরার কারণ জানতে চায় সেনা সদস্য। যারা প্রয়োজনে ঘোরাফেরা করছিলেন তাদের দ্রুত প্রয়োজন শেষে বাড়ী ফেরার জন্য বলা হয়। যারা অপ্রয়োজনে সরকারি আইন অমান্য করে ঘোরাফেরা করছিলো তাদের ২৫ যুবককে মেডিকেলমোড়ে রোদের মধ্যে দাঁড় করে সরকারি আইন মেনে চলার পরামর্শ দিয়ে ছেড়ে দেয়া হয়। এদিকে স্থানীয় প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে জারি করা হয়েছে সাপ্তাহিক হাট বন্ধ, কাঁচা বাজার, মুদি দোকান সকাল ৭টা হতে দুপুর ১ পর্যন্ত চলবে। বাঁকী সময় বন্ধ থাকবে। ঔষধের দোকান খোলা থাকবে। তবে ২জনের বেশী দোকানে ভিড় করলে সেটাও বন্ধ করে দেয়া হবে বলে জানানো হয়। এ নির্দেশ পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত কার্যকর থাকবে। এদিকে স্থাণীয় পুলিশ দিনরাত অভিযোন অব্যহত রেখেছে।

সরকার পক্ষ থেকে বারবার সামাজিক দূরুত্ব, গণজমায়েত না করা, হাট-বাজার বন্ধ রাখা, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না থাকা, স্বাস্থ্যবিধি মেনে চলাসহ ভোলাহাট উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ব্যাপক প্রচার-প্রচারনা চালিয়ে আসছে। কিন্ত স্থানীয় জনগন করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী আইন না মেনে প্রয়োজনে-অপ্রয়োজনে ছুটে বেড়াচ্ছে যেখানে সেখানে। এতে ভাইরাস সংক্রমিত হওয়ার আশংকা দেখা দিতে পারে। ফলে করোনা ভাইরাস প্রতিরোধে কঠোর হয় প্রশাসন। বৃদ্ধি করা হয় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেডিকেল মোড়ে অপ্রয়োজনে বেশ কিছু যুবক ও বিভিন্ন বয়সী ব্যক্তি ঘোরাফেরা করলে সেনাবাহিনী প্রায় ২৫ যুবকে রোদে দাঁড় করে রাখে। এদিকে স্থানীয় প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে জারি করা হয়েছে সাপ্তাহিক হাট বন্ধ, কাঁচা বাজার, মুদিদোকান সকাল ৭টা হতে দুপুর ১ পর্যন্ত চলবে। বাঁকী সময় বন্ধ থাকবে। ঔষধের দোকান খোলা থাকবে। তবে ২জনের বেশী দোকানে ভিড় করলে সেটাও বন্ধ করে দেয়া হবে বলে জানানো হয়। এ নির্দেশ পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত কার্যকর থাকবে। দিনরাত অভিযান অব্যাহত রেখেছে স্থাণীয় পুলিশ । এদিকে বিকেল ৫টার পরে দেখা যায়, সকল দোকানপাট বন্ধ ও দায়িত্বরত পুলিশ, গ্রাম পুলিশ, সংবাদকর্মী ও পত্রিকা বিক্রেতা ছাড়া কাউকে দেখতে পাওয়া যায়নি। এযেন অঘোষিত লকডাউন। তবে সেনা টহলের প্রভাব উপজেলার কিছু কিছু স্থানে দেখা গেলেও গ্রামের চিত্র ভিন্ন। উপেক্ষিত হচ্ছে সরকারি নির্দেশনা। যেসব স্থানে সরকারি নির্দেশনা মানছেননা সেসব স্থানে সেনা টহল তৎপরতা বাড়ানোর দাবী করেছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *